আয়াক্সের ইউথ অ্যাকাডেমির ছাত্র ড্যারেন সিডোয়েলকে সই করাল এসসি ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : একের পর এক বিদেশী সাইনিং করেই চলেছে এসসি ইস্টবেঙ্গল। তবে আগের চারটি বিদেশীর নামে গুঞ্জন উঠলেও এই পঞ্চম বিদেশীকে নিয়ে কোনও কথাই ওঠেনি। ডাচ মিডফিল্ডার ড্যারেন সিডোয়েলকে সই করল এসসি ইস্টবেঙ্গল।
শনিবার বিশ্বকর্মা পুজোর শুভ তিথিতে ড্যারেনের সাইনিং ঘোষণা করল এসসি ইস্টবেঙ্গল। মাত্র ২৩ বছর বয়সী এই তরুণ ফুটবলার এর আগেও খেলেছেন লাল-হলুদ হেডস্যার মানোলো ডিয়াজের অধীনে। স্প্যানিশ ক্লাব হার্কুলেসে মানোলোর অধীনে খেলেছেন ড্যারেন।
নেদারল্যান্ডের সেরা দল আয়াক্সের যুব দল ও বয়সভিত্তিক দলে খেলেছেন ড্যারেন। এছাড়া বেলজিয়ান ক্লাব কেএসভি রোয়েসেলারে ও বুলগেরিয়ার প্রথম ডিভিশনের ক্লাব আরদা কার্দঝালিতে খেলেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। স্পেনে কর্ডোবা ও হার্কুলেসে খেলেছেন ড্যারেন। একেবারে তরুণ এক ফুটবলারকে ইউরোপ থেকে এনে নিঃসন্দেহে বড় চমক দিল এসসি ইস্টবেঙ্গল।