ইস্টবেঙ্গলের ঘরে এল নয়া 'চিমা', আক্রমণে ভরসা দিতে হাজির এরলিং হালান্ডের এই সতীর্থ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিদেশী সাইনিংয়ে চমকের পর চমক ইস্টবেঙ্গলের। এবার নিজেদের চতুর্থ বিদেশী হিসেবে নাইজেরিয়ার ফরোয়ার্ড ড্যানিলেল চিমাকে সই করাল এসসি ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ লাল-হলুদ ব্রিগেডের।
৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড নরওয়ের প্রথম ডিভিশনের ক্লাব মলডেতে খেলতেন। ২০১৮ সালে আজকের সুপারস্টার ফরোয়ার্ড এরলিং হালান্ডের সাথে খেলেছেন চিমা।
এছাড়া চাইনিজ সুপার লিগ ও লিগ ওয়ান (চীনের দ্বিতীয় ডিভিশন) এবং পোল্যান্ডের প্রথম ডিভিশন এক্সত্রাকলাসায় খেলেছেন চিমা। সদ্য তিনি চীনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব তাইঝৌ উয়ান্ডায় খেলেছেন, যা বর্তমানে অবলুপ্ত হয়ে গিয়েছে।
২৬২টি ম্যাচে ৯১টি গোল ও ৪৪টি অ্যাসিস্ট রয়েছে চিমার। কেবল মলডের হয়ে ৩৫টি গোল করেছেন চিমা। খেলেছেন ইউরোপা লিগ ও চ্যাম্পিয়নস লিগের যোগ্যতা অর্জন পর্বও। সুতরাং অভিজ্ঞ ও একাধিক তারকাখচিত লিগে খেলা ফরোয়ার্ডকে এনেছে ইস্টবেঙ্গল। এক সময় এই লাল-হলুদ জার্সিতে দাপিয়ে খেলেছিলেন চিমা ওকোরি, এই একই নাম নিয়ে কি একই দাপট দেখাতে পারবেন ড্যানিয়েল চিমা?