মদ্রিচের দেশের ডিফেন্ডারকে সই করিয়ে চমক এসসি ইস্টবেঙ্গলের, খেলেছেন সিরি আ লিগও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিদেশী বাছাইয়ে আবারও চমক এসসি ইস্টবেঙ্গলের। অজি ডিফেন্ডার টমিস্লাভ মর্সেলার পর এবার আরও এক বিদেশী ডিফেন্ডারকে সই করাল লাল-হলুদ ব্রিগেড। ক্রোয়েশিয়ার ফুটবলার ফ্রাঞ্জো প্রসকে এক বছরের চুক্তিতে সই করাল এসসি ইস্টবেঙ্গল।
বুধবার এসসি ইস্টবেঙ্গল নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ করেছে। মাত্র ২৫ বছর বয়সী একজন ইউরোপিয়ান ফুটবলারকে আনাটা বেশ বড় ব্যাপার, বিশেষ করে যখন ইউরোপের বেশ কিছু বড় ক্লাবে খেলেছেন প্রস। ইতালির জনপ্রিয় ক্লাব লাজিওর যুব দল ও সিনিয়র দলে ছিলেন প্রস। সিরি আ ও সিরি বিতেও (ইতালির দ্বিতীয় ডিভিশন) খেলেছেন প্রস। এছাড়া ক্রোয়েশিয়া ও সাইপ্রাসের প্রথম ডিভিশনে খেলার অভিজ্ঞতা রয়েছে প্রসের।
মোট ১০৭টি ক্লাব ম্যাচ খেলেছেন প্রস। সদ্য ক্রোয়েশিয়ার প্রথম ডিভিশনের ক্লাব স্লাভেন বেলুপোতে খেলেছেন প্রস। ফলে একেবারে ক্রোয়েশিয়ার প্রথম ডিভিশন লিগ থেকে সরাসরি আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের হয়ে খেলতে নামছেন প্রস।