লাল-হলুদের রক্ষণে আগমণ টমিস্লাভ মর্সেলার; এসি ইস্টবেঙ্গলের এশীয় কোটায় নয়া সংযুক্তি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আমির ডেরভিসেভিচের পর এবার আরও এক বিদেশী ঘোষণা করে ফেলল এসসি ইস্টবেঙ্গল। অস্ট্রেলিয়ার ডিফেন্ডার টমিস্লাভ মর্সেলাকে এক বছরের চুক্তিতে সই করল ইস্টবেঙ্গল।
মঙ্গলবার এসসি ইস্টবেঙ্গল নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ করে। ৩০ বছরের এই অজি ডিফেন্ডার ক্রোয়েশিয়া-জাত, তবে পার্থে জন্মানোর জেরে তিনি অস্ট্রেলিয়ার দেশবাসী। গত মরশুমে তিনি অস্ট্রেলিয়ান এ লিগে পার্থ গ্লোরির হয়ে খেলেছেন।
অস্ট্রেলিয়া ছাড়াও দক্ষিণ কোরিয়া ও ক্রোয়েশিয়ার প্রথম ডিভিশনে খেলেছেন মর্সেলা। ৬.৩ ফুটের এই ডিফেন্ডার নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের রক্ষণকে ভরসা দেবেন, যা গতবারের সব থেকে বড় দূর্বলতা ছিল লাল-হলুদ ব্রিগেডের জন্য। এর আগে বেঙ্গালুরু এফসির সাথে কথা হলেও সেই কথা বেশিদুর গড়ায়নি।