চিমার পরিবর্ত হিসেবে তরুণ মার্সেলোকে আনল এসসি ইস্টবেঙ্গল, জেনে নিন ওনার পরিচয়

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ফ্লপ ফরোয়ার্ড ড্যানিয়েল চিমার পরিবর্ত পেয়ে গেল এসসি ইস্টবেঙ্গল। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্সেলো রিবেইরো ডস স্যান্টোসকে লোনে সই করল লাল-হলুদ ব্রিগেড। পর্তুগালের প্রথম ডিভিশনের ক্লাব গিল ভিসেন্তেতে খেলছিলেন মার্সেলো, সেখান থেকে লোনে ইস্টবেঙ্গলে এসেছেন তিনি।
সোমবার এসসি ইস্টবেঙ্গল নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ করে। ২৪ বছরের এই ফুটবলার ব্রাজিলের স্যান্তো আন্দ্রেতে জন্মগ্রহণ করেছেন। ২০১৯ সালে নিজের পেশাদারি কেরিয়ার শুরু করেন ব্রাজিলের অ্যাসোসিয়াও অ্যাটলেটিকা পর্তুগিয়েসাতে। এরপর স্পেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব বুরগোস সিএফ এবং তৃতীয় ডিভিশনের ক্লাব স্যান সেবাস্তিয়ান রেয়েসে খেলেছেন মার্সেলো।
ইস্টবেঙ্গলে সই করে মার্সেলো বলেছেন, "আমি খুবই খুশি এখানে যোগ দিতে পেরে। এটি ভারতের অন্যতম বৃহত্তম ক্লাব এবং আমি মুখিয়ে রয়েছি দলে যোগ দিয়ে লিগে তাদের সাহায্য করতে।"
যদিও চলতি মরশুমে গিল ভিসেন্তের হয়ে পর্তুগিজ প্রিমেরা লিগে মাত্র তিন ম্যাচে আট মিনিট খেলেছেন মার্সেলো, নেমেছেন বেনফিকার বিরুদ্ধেও। তবে অধিকাংশ সময়তেই ম্যাচডে স্কোয়াডের বাইরে থাকতেন মার্সেলো। ফলে এই ফরোয়ার্ড কতটা আশা যোগাতে পারবেন এসসি ইস্টবেঙ্গলে, সে নিয়ে সন্দেহ রয়েছে।
তবে লোনের চুক্তি স্বাক্ষরিত হলেও মার্সেলোর আগমণের হিসেবে 'সাবজেক্ট টু ক্লিয়ারেন্স' বিষয়টি রয়েছে। অর্থাৎ এরপর টিকিট ও ভিসা পাওয়া, কোয়ারেন্টিন কাটানো - এসব কিছু পেরিয়ে তবে মাঠে নামতে হবে মার্সেলোকে। ফলে আশা করা হচ্ছে, এসসি ইস্টবেঙ্গলের দ্বিতীয় পর্বের কিছু ম্যাচের পর নামতে পারবেন মার্সেলো।