শুভ ঘোষ ও জ্যাকিচাঁদ সিংকে নিতে ঝাঁপাল এসসি ইস্টবেঙ্গল, চুক্তিবৃদ্ধি করলেন এই তিন তারকা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আপাতত দলগঠন বেশ ভালোমতই হচ্ছে এসসি ইস্টবেঙ্গলের। আরও এক বছর ইস্টবেঙ্গলে থেকে যাচ্ছেন অভিজ্ঞ ডিফেন্ডার রাজু গায়কোয়াড় ও অঙ্কিত মুখার্জি। এদিকে মুম্বই সিটি এফসি থেকে পুরোপুরি আসতে চলেছেন সৌরভ দাস, যিনি গতবছর লোনে এসেছিলেন এসসি ইস্টবেঙ্গলে।
খুব শীঘ্রই এই তিনটি খবর আনুষ্ঠানিকভাবে জানাবে এসসি ইস্টবেঙ্গল। অঙ্কিত ও সৌরভ দীর্ঘসময় ধরে অপেক্ষা করে ছিলেন চুক্তিবৃদ্ধির জন্য, এদিকে রাজু গায়কোয়াড়ের কাছে অন্যান্য ক্লাবের অফার থাকলেও তিনি থেকে যাচ্ছেন এসসি ইস্টবেঙ্গলে। এছাড়াও হীরা মন্ডলের সাথেও চুড়ান্ত কথাবার্তা হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের।
এদিকে ক্লাব সূত্রের খবর, জ্যাকিচাঁদ সিং ও শুভ ঘোষকে আনতে উদ্যোগী হয়েছে এসসি ইস্টবেঙ্গল। কেরালা ব্লাস্টার্স চাইছে লোনে শুভকে অন্য ক্লাবে পাঠাতে, আর সেই কারণে শুভকে লোনে চাইছে এসসি ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই ক্লাব ও খেলোয়াড়ের সাথে কথা বলছে ইস্টবেঙ্গল।
কেরালা ব্লাস্টার্স সূত্রে খবর, নয়া কোচ ইভান ভুকোমানোভিচের পরিকল্পনায় রয়েছেন শুভ, কিন্তু আইএসএলে শুভকে কতটা গেমটাইম দিতে পারবেন, সে নিয়ে চিন্তায় ইভান। তাই অভিজ্ঞতা অর্জনের জন্য শুভকে লোনে ছাড়তে চাইছে কেরালা, আর এই সুযোগ লুফে নিতে চলেছে ইস্টবেঙ্গল।
এদিকে জ্যাকিচাঁদ সিংকে নিতে আগ্রহী হয়েছে ইস্টবেঙ্গল। গত মরশুমে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মুম্বই সিটি এফসিতে যোগ দেওয়া জ্যাকিচাঁদকে লোনে নিতে চাইছে এসসি ইস্টবেঙ্গল। এই নিয়ে জ্যাকির এজেন্টের সাথে কথা চলছে। যদিও বেতনটি বড় ইস্যু হবে কারণ জ্যাকির বেতন বেশ ভালোই।
এদিকে মুম্বই সিটি এফসি সেভাবে গেমটাইম দিতে না পারলেও জ্যাকির মত তারকাকে সহজে ছাড়বে না। যদিও সঠিক পরিমাণ অর্থ পেলে হয়ত সেই সিদ্ধান্তে বদল আসতেই পারে। আর সেই চেষ্টা চালাচ্ছে এসসি ইস্টবেঙ্গল।