বেঙ্গালুরু এফসির সুরেশকে চাইছে এসসি ইস্টবেঙ্গল, এই শর্তেই সই করবেন

আদৌ আগামী মরশুমে ইস্টবেঙ্গল ক্লাবের ইনভেস্টর শ্রী সিমেন্ট থাকবে কিনা, সে নিয়ে সন্দেহ রয়েইছে। এদিকে ট্রান্সফার ব্যান তো রয়েইছে। এসবের মাঝে কার্যত সকলকে অবাক করে দিয়ে এসসি ইস্টবেঙ্গল অফার দিল বেঙ্গালুরু এফসির ডিফেন্সিভ মিডফিল্ডার সুরেশ সিংকে।
মরশুম শেষে সুরেশের প্রতি আগ্রহ দেখিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। মাঝমাঠে শক্তি বাড়াতে একেবারে নতুন করে টিম গঠন করার ভাবনায় রয়েছে ইস্টবেঙ্গল। এরই মাঝে এবার সুরেশকে কন্ট্র্যাক্ট পেপার দিল এসসি ইস্টবেঙ্গল। কিন্তু দুটি জিনিস রয়েছে, যা সম্ভবত এই চুক্তিকে না হওয়ার দিকেই নিয়ে যাচ্ছে।
প্রথম বিষয়টি অবশ্যই ট্রান্সফার ব্যান। আপিল কমিটির বৈঠকে যদি এসসি ইস্টবেঙ্গলের এই শাস্তি মকুব হয়, তাহলে তো ভালো বটেই। কিন্তু সেক্ষেত্রে জরিমানার বিষয় নিয়ে টানাপোড়েন লেগেই থাকবে।
এদিকে সুরেশের এজেন্ট মারফত খবর মিলেছে, তারা আপাতত অপেক্ষায় থাকবে পরিস্থিতি ঠিক হওয়ার জন্য। ইনভেস্টর বনাম ক্লাব কাজিয়া এবং ট্রান্সফার ব্যানের শাস্তির কি পরিস্থিতি দাঁড়ায় অদুর ভবিষ্যতে, সেই নিয়ে আপাতত কয়েক দিন অপেক্ষা করতে চান সুরেশ।
চলতি আইএসএলে বেঙ্গালুরু এফসির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সুরেশ। ১৯টি ম্যাচ খেলেছেন এই ফ্র্যাঞ্চাইজির হয়ে। যেখানে মাত্র একটি ম্যাচেই খেলেননি এবং একটি ম্যাচ পরিবর্ত হিসেবে নামেন ২০ বছরের এই মিডিও। প্রচুর ওয়ার্কলোড নিতে পছন্দ করেন সুরেশ, এবং শারীরিক ভাবেও বেশ শক্তিশালী - পাশাপাশি ফুটবল সেন্সও বেশ ভালো এই মনিপুরি ফুটবলারের।