ইস্টবেঙ্গলের নয়া লোভনীয় প্রস্তাব ভাবাচ্ছে অরিন্দম ভট্টাচার্যকে!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই ডেডলাইন ডেতে ২১টি নয়া সাইনিং করিয়ে চমক দিয়েছে এসসি ইস্টবেঙ্গল। মাত্র পাঁচ দিনে কার্যত একটি স্কোয়াড খাঁড়া করে দেওয়া বিশাল বড় ব্যাপার। কিন্তু এখনও কাজ বাকি রয়েছে লাল-হলুদ ব্রিগেডের। এখনও বেশ কিছু খেলোয়াড় রয়েছেন ইস্টবেঙ্গলের র্যাডারে, যার মধ্যে প্রধান হলেন গোলকিপার অরিন্দম ভট্টাচার্য।
ইতিমধ্যেই এসসি ইস্টবেঙ্গলের প্রাথমিক প্রস্তাব খারিজ করেছিলেন অরিন্দম। কিন্তু আবারও নয়া প্রস্তাব দেওয়া হয়েছে এটিকে মোহনবাগানের প্রাক্তন শটস্টপারকে। সূত্র মারফত খবর, এক কোটি ৩০ লক্ষ টাকার বিপুল অর্থের প্রস্তাব দেওয়া হয়েছে অরিন্দমকে, এছাড়া প্রথম একাদশে রাখার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে বঙ্গতনয়কে। আর এই লোভনীয় প্রস্তাব পেয়ে ভাবনায় পড়ে গিয়েছেন অরিন্দম। আর সেই কারণে এসসি ইস্টবেঙ্গলের থেকে কয়েক দিন সময় চেয়েছেন তিনি।
মূলত কিছু বিষয় ভাবাচ্ছে অরিন্দমকে। অর্থের পরিমাণ বিশাল হলেও চুক্তির মেয়াদ মাত্র এক বছর। প্রথম একাদশে থাকার নিশ্চয়তা মিললেও চুক্তির মেয়াদই ভাবাচ্ছে অরিন্দমকে। এছাড়া ইস্টবেঙ্গলের টিমটা কেমন হয়, সেটিও নজর রাখছেন অরিন্দম। যদি ভালো টিম গড়া হয়, তাহলে ইতিবাচক উত্তর দিতে পারেন অরিন্দম।
দ্বিতীয়ত হল কেরালা ব্লাস্টার্সের প্রস্তাব। তিন বছরের দীর্ঘমেয়াদী চুক্তি এবং প্রথম একাদশে থাকার নিশ্চয়তা দেওয়া হয়েছে অরিন্দমকে। কিন্তু সমস্যা হল অর্থের পরিমাণ। ইস্টবেঙ্গলের দেওয়া অর্থের অর্ধেকও দিচ্ছে না কেরালা। ফলে এই বিষয়টি নিয়েও চিন্তায় রয়েছেন অরিন্দম।
চুক্তির মেয়াদ নাকি অর্থ, কোনটি বাছবেন অরিন্দম - এই নিয়ে দোনামোনায় রয়েছেন আইএসএল জয়ী গোলকিপার। দুই ক্লাবের কাছ থেকেই চেয়েছেন সময়। ফ্রি এজেন্ট হওয়ায় অক্টোবরের আগে সই করানো যাবে, কিন্তু উত্তরটা আগামী কয়েক দিনের মধ্যেই আসবে।