কোটি টাকার বোঝা নিয়ে তিনটি ট্রান্সফার উইন্ডোতে নিষেধাজ্ঞার মুখে এসসি ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আবারও ট্রান্সফার ব্যানের গেরোয় পড়ল এসসি ইস্টবেঙ্গল। গত কয়েক মাস আগে একাধিক প্রাক্তন খেলোয়াড়ের বকেয়া বেতন না দেওয়ায় শাস্তির মুখে পড়েছিল ইস্টবেঙ্গল। এরপর আবারও একই পরিস্থিতির মুখে পড়েছে লাল-হলুদ ব্রিগেড।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির তরফ থেকে আবারও একটি চিঠি এসেছে এসসি ইস্টবেঙ্গলের কাছে, যেখানে সাতজন খেলোয়াড়ের বকেয়া এক কোটি ৪২ লক্ষ টাকা বেতন দিয়ে দিতে হবে। এবং তা না দিলে পরের তিন ট্রান্সফার উইন্ডোতে নিষেধাজ্ঞার মুখে পড়বে এসসি ইস্টবেঙ্গল।
কেভিন লোবো, রিনো অ্যান্টো, সিকে বিনিথ, ইউজিনসেন লিংডো, গিরিক খোসলা, কিগান পেরেরা ও অনিল চৌহানের মোট এক কোটি ৪২ লক্ষ টাকা বকেয়া পড়ে রয়েছে। এবং এই টাকা যদি ৪৫ দিনের মধ্যে ফেরত না দিতে পারে ইস্টবেঙ্গল, তবে আগামী তিনটি ট্রান্সফার উইন্ডোতে নিষেধাজ্ঞার মুখে পড়বে তারা। আর এর জেরে দেশি-বিদেশি কোনও খেলোয়াড়কেই সই করাতে পারবে না লাল-হলুদ ব্রিগেড।
আর এর জেরে বেজায় চিন্তায় লাল-হলুদ সমর্থকরা। এই নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এক শীর্ষকর্তা পুরো বিষয়টি জানিয়েছেন। এক্সট্রা টাইম বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ ফোনালাপে নাম প্রকাশে অনিচ্ছুক এই শীর্ষকর্তা বলেছেন, "আগেও ইস্টবেঙ্গলকে এই বিষয়ে চিঠি পাঠানো হয়েছিল প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি থেকে, কিন্তু তখন এই বিষয়টির জন্য সময় চেয়েছিল ক্লাব। এখন অনেক সময় অতিক্রান্ত হয়ে যাওয়ায় আবারও চিঠি পাঠানো হয়েছে, যাতে খেলোয়াড়দের বকেয়া বেতনটি দ্রুত ফেরত দেওয়া হয়।"
এদিকে এই নিয়ে এসসি ইস্টবেঙ্গলের সিইও শিবাজি সমাদ্দার এক্সট্রা টাইম বাংলাকে জানিয়েছেন, "আমরা এই বিষয়টি সম্বন্ধে অবগত হয়েছি। আমরা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছি।"
সব মিলিয়ে, একপ্রকার খারাপ এই মরশুমের উপর আরও বড় খাঁড়ার ঘা পড়ল এসসি ইস্টবেঙ্গলের উপর।