'সৌদি প্রো লিগ প্রিমিয়ার লিগের প্রতিপক্ষ ততদিন হবেনা যতদিন না..' সৌদি লিগ নিয়ে বিস্ফোরক প্রাক্তন তারকা ইংল্যান্ড ফুটবলার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২২ এর ডিসেম্বরে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদি আরবের ফুটবল ক্লাব আল নাসারে যোগদান করেন। আর এরপরেই বিশ্ব ক্লাব ফুটবলের দুনিয়াতে বড়সড় বদল দেখা যায়৷ একে একে বহু তারকা ফুটবলার সই করতে থাকেন আল নাসের, আল হিলাল, আল ইত্তিহাদের মতো সৌদি আরবের ক্লাবগুলিতে। এই তালিকায় রয়েছেন ব্যালনডিওর জয়ী করিম বেঞ্জিমা, রয়েছেন সাদিও মানে, এনগোলো কান্তে, কোউলিবেলি, রুবেন নেভেস, রিয়াদ মাহরেজ, জর্ডান হেন্ডারসন, জোটা, রবার্তো ফিরমিনো এবং আরও অনেকে। তবে ফুটবলের বড় নাম সই করলেই সেই ফুটবল লিগও বড় হয়ে যায়না। এমনটাই মত গ্যারি লিনেকারের।
প্রাক্তন ইংলিশ তারকা ফুটবলার জানিয়েছেন বর্তমানে সৌদি লিগ কোনো ভাবেই ইংলিশ প্রিমিয়ার লিগের প্রতিপক্ষ নয়। এর কারণ হিসাবে তিনি বলেছেন, "সৌদি প্রো লিগের ক্লাবগুলি বর্তমানে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করছেন ফুটবলারদের জন্য কিন্তু যতক্ষণ না তারা এমবাপের মতো ফুটবলার সই করাতে পারছে ততক্ষণ ইউরোপীয় ক্লাবগুলির চিন্তার কোনো কারণ নেই।"
আরও পড়ুন- আমাদের কৈশোরের পশ্চিমের জানলা
দ্য সানকে দেওয়া এক সাক্ষাৎকারে লিনেকার আরও বলেছেন, "এই মুহূর্তে এটি একটি নতুন লিগ যেখানে ফুটবলাররা তাদের কেরিয়ারের শেষ প্রান্তে এসে কিছু পাওয়ার আসায় এখানে যোগ দিচ্ছেন। যেমন আল ইত্তিহাদে যোগ দিয়েছেন বেঞ্জিমা। এই একই বিষয় মেজর সকার লিগ কিংবা চিন ও জাপানেও হয়৷ আমি নিজেও কেরিয়ারের শেষ দিকে জাপানে খেলেছি।"
আরও পড়ুন- রেলকেই হারিয়ে সুদে আসলে জবাব দিলেন প্রশান্ত !
অর্থাৎ বর্তমান সময়ের তারকা ফুটবলার সই করাতে পারলে তবেই সৌদি প্রো লিগের ক্লাবগুলি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে ইউরোপের বড় ক্লাবগুলির বিরুদ্ধে। এছাড়াও, লিনেকার অভিযোগ জানিয়েছেন যে সৌদি আরব ফুটবল বিশ্বকাপ এবং অলিম্পিক আয়োজন করতে চায়। তাদের সেই আর্থিক সামর্থ্যও আছে, তবে এই দেশে মানবাধিকার এর যে সমস্যা রয়েছে সেটি ভুলে গেলেও চলবেনা।