ইস্টবেঙ্গলের প্রস্তাব থাকা সত্ত্বেও কেন পঞ্জাব এফসিতে থেকে গেলেন সঞ্জু প্রধান?

নিজস্ব প্রতিনিধি: আরও এক মরশুম চুক্তি আছে তাঁর সঙ্গে। তবু ভেবে ছিলেন চুক্তি ভেঙে বেরিয়ে আসবেন। ক্লজ অনুযায়ী। কিন্তু শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত বদল করে চুক্তি অনুযায়ী পঞ্জাব এফসিতে থেকে গেলেন সঞ্জু প্রধান।
আগামী মরশুমে ইস্টবেঙ্গলে খেলার প্রস্তাব ছিল তাঁর কাছে। তিনি ভেবেও ছিলেন চুক্তি ভেঙে বেরিয়ে এসে লাল-হলুদে যোগ দেবেন। তার কারণ, তিনি যখন দু'বছরের চুক্তিতে সই করেছিলেন তখন মিনার্ভা পঞ্জাব ছিল। তারপর ক্লাবের মালিকানা বদলে যায়। মিনার্ভা পঞ্জাব থেকে হয়ে যায় পঞ্জাব এফসি। মিনার্ভা পঞ্জাবের পুরো শেয়ারটাই কিনে নেয় রাউন্ডগ্লাস। আর মালিকানা হস্তান্তরের এই সুযোগ নিয়ে আরও এক মরশুম চুক্তি থাকা সত্ত্বেও, তিনি গত মরশুম শেষ করেই ইস্টবেঙ্গল চলে আসতে চেয়েছিলেন। কিন্তু পঞ্জাব এফসির আইএসএলে খেলার প্রচেষ্টা দেখে, আবার সিদ্ধান্ত বদল করে পঞ্জাব এফসিতেই থেকে গেলেন সঞ্জু প্রধান।
ইতিমধ্যেই বিদেশি কোচ নিয়োগ করেছে পঞ্জাব এফসি। ইংল্যান্ডের কার্টিজ ফ্লেমিংকে। তাঁর সঙ্গে কথাও হয়েছে সঞ্জুর। তিনি থেকে যেতে বলেছেন তাঁকে।
গত বছর অসাধারণ ফুটবল উপহার দেন সঞ্জু। পাঞ্জাব এফসির হয়ে আই লিগের ১৯টি ম্যাচ খেলেন তিনি। তাঁর খেলা দেখে ইস্টবেঙ্গল তাঁকে ফেরানোর চেষ্টা করেছিল। তিনিও পুরানো ক্লাবে আসতে রাজি ছিলেন। কিন্তু পঞ্জাব এফসির আন্তরিকতা ও ভাল কিছুর প্রচেষ্টা দেখে আরও এক বছরের জন্য পঞ্জাব এফসিতে নিজের ফুটবল নিশ্চিত করে ফেললেন সঞ্জু প্রধান।