মহমেডান স্পোর্টিংয়ের গোলকিপার কোচ হিসেবে জুড়লেন সন্দীপ নন্দী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতীয় ফুটবলে অসংখ্য যুদ্ধ অতিক্রম করেছেন সন্দীপ নন্দী। অসংখ্য ম্যাচ নিজের দক্ষতায় বাঁচিয়েছেন বর্ধমানের সন্দীপ। দস্তানা হাতে ১৯ বছর দাপটের সাথে খেলেছেন। এবার নতুন দায়িত্ব পেলেন সন্দীপ।
মহমেডান স্পোর্টিং ক্লাবের নতুন গোলকিপার কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন সন্দীপ। সম্প্রতি মহমেডানের আগের গোলকিপার কোচ মিহির সাওয়ান্ত এসসি ইস্টবেঙ্গলে যোগ দেন, ফলে সন্দীপ নন্দীকে এই দায়িত্ব দেওয়া হয়।
শনিবার মহমেডান তাঁবুতে সন্দীপ নন্দীর যোগদানের কথা ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন টিম ম্যানেজার দীপেন্দু বিশ্বাস, সচিব দানিশ ইকবাল সহ মহমেডানের কর্মকর্তারা। সাংবাদিক বৈঠক হওয়ার কথা থাকলেও, সুভাষ ভৌমিকের প্রয়াণে তা স্থগিত করা হয়।