ইস্টবেঙ্গল নয়, বেঙ্গালুরু এফসিতেই সই করলেন সন্দেশ ঝিঙ্গান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত বেশ কয়েক দিন ধরেই জল্পনা চলছিল, তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান যোগ দিতে পারেন ইমামি ইস্টবেঙ্গল এফসিতে। কিন্তু সেই জল্পনার অবসান ঘটল, লাল-হলুদ ব্রিগেড নয়, বরং সুনীল ছেত্রীদের ব্রিগেডে যোগ দিলেন সন্দেশ।
রবিবার বেঙ্গালুরু এফসির তরফ থেকে ঘোষণা করা হয়, তাদের ক্লাবে সই করেছেন সন্দেশ ঝিঙ্গান। এবং ঘোষণাটিও অত্যন্ত চমকপ্রদ। বেঙ্গালুরু ফুটবল স্কুলে নিজেদের ওপেন ট্রেনিং সেশনে ওয়েস্ট ব্লক ব্লুজদের সামনে সন্দেশকে উন্মোচন করল বিএফসি।
বেশ কয়েক দিন আগে এটিকে মোহনবাগান রিলিজ করে সন্দেশকে। আর তারপরেই জল্পনা উঠেছিল, ইমামি ইস্টবেঙ্গল এফসি কিংবা বেঙ্গালুরু এফসিতে সই করতে পারেন সন্দেশ। সম্ভাবনা ছিল বিদেশের ক্লাবে যাওয়ারও। কিন্তু বেঙ্গালুরুতেই যাওয়ার সিদ্ধান্ত নিলেন সন্দেশ।
বিপুল অর্থের প্রস্তাব তো বটেই, এছাড়া সন্দেশের বেঙ্গালুরু যাওয়ার পিছনে বড় কারণ ছিলেন অধিনায়ক সুনীল ছেত্রী। সুনীলের আবেদনেই বেঙ্গালুরুতে সই করলেন সন্দেশ।
আর এর ফলে আসন্ন মরশুমে কার্যত মিনি এটিকে মোহনবাগান হয়ে উঠেছে বেঙ্গালুরু। এর আগে প্রবীর দাস ও রয় কৃষ্ণা সই করেছিলেন বিএফসিতে, আর এবার সই করলেন সন্দেশ।