এটিকে মোহনবাগান ছেড়ে ইউরোপের এই প্রথম ডিভিশনের ক্লাবে যেতে চলেছেন সন্দেশ ঝিঙ্গান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অশনি সংকেত এটিকে মোহনবাগান সমর্থকদের জন্য, আবার সুখবরও বটে। তারকা ভারতীয় ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানের কাছে ইউরোপের বেশ কিছু ক্লাবের অফার এসেছিল, তা আগেই প্রকাশ পেয়েছিল। এবার যা সম্ভাবনা, তাতে ক্রোয়েশিয়ার প্রথম ডিভিশনের ক্লাব এইচএনকে সিবেনিকে যোগ দিতে চলেছেন সন্দেশ।
এক বিদেশী সাংবাদিক আদ্রিয়ানো সাভাল্লির টুইট অনুযায়ী, ক্রোয়েশিয়ার প্রথম ডিভিশনের এই ক্লাবের প্রস্তাব ইতিমধ্যেই মেনে নিয়েছেন সন্দেশ, এবং আগামী কয়েক দিনের মধ্যে ক্রোয়েশিয়া গিয়ে সেখানে চুক্তিতে সই করবেন। এবং এটিকে মোহনবাগানের সাথে চুক্তির নিয়ম অনুসারে, সিবেনিক ফ্রি ট্রান্সফারে সই করাতে পারবে সন্দেশকে।
চলতি ক্রোয়েশিয়ান লিগে নবম স্থানে রয়েছে সিবেনিক। ২০১৯-২০ মরশুমে দ্বিতীয় ডিভিশনে চ্যাম্পিয়ন হয়ে প্রথম ডিভিশনে এসেছে সিবেনিক। প্রথম ডিভিশনে তাদের সেরা ফল চতুর্থ, যা ২০০৯-১০ মরশুমে এসেছিল। এছাড়া সেই মরশুমে ক্রোয়েশিয়ান কাপে রানার্স হয়েছিল তারা। ফলে ক্রোয়েশিয়ায় তেমন সফল ক্লাব হিসেবে বিবেচিত নয় সিবেনিক।
কিন্তু ইউরোপের অন্যতম হেভিওয়েট ফুটবল দেশ হিসেবে বিবেচিত ক্রোয়েশিয়ার প্রথম ডিভিশনের কোনও ক্লাবের অফার পাওয়া নিঃসন্দেহে উল্লেখযোগ্য। আর সন্দেশের কাছে এই প্রস্তাব অবশ্যই বড় পাওনা। ফলে ইউরোপে ফুটবল খেলার ক্ষেত্রে সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধু, বালা দেবীদের সাথে একছত্রে বসবেন সন্দেশ।