বিপুল চুক্তিতে এটিকে মোহনবাগানেই ফিরছেন সন্দেশ ঝিঙ্গান! খেলবেন ফিরতি ডার্বিতেও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অবশেষে এটিকে মোহনবাগান সমর্থকদের জন্য স্বস্তির খবর। চলতি মরশুমে নড়বড়ে ডিফেন্সকে সামাল দিতে ফিরে আসছেন ভারতের তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান। ক্রোয়েশিয়ার ক্লাব এইচএনকে সিবেনিকে গেমটাইম না পাওয়ায় রিলিজ নিয়ে সবুজ-মেরুণ শিবিরে পুনরায় যোগ দিচ্ছেন সন্দেশ।
জানা গিয়েছে, ২০২৬ সাল পর্যন্ত বড় চুক্তিতে সন্দেশকে ধরে রাখছে এটিকে মোহনবাগান। এবং প্রথম বছরে এক কোটি ৪৫ লক্ষ টাকার বিপুল অর্থ পাবেন সন্দেশ।
এছাড়া আরও বড় খবর হল, আগামী ২৯ জানুয়ারি এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কলকাতা ডার্বিতেও নামবেন সন্দেশ। গোয়ায় এসে কেবল সাত দিনের কোয়ারেন্টিনে থেকে অনুশীলনে নামতে পারবেন তিনি। ফলে কলকাতা ডার্বির ফিরতি লেগের আগেই ম্যাচ ফিট হয়ে যাবেন সন্দেশ।