এটিকে মোহনবাগান ছাড়ছেন সন্দেশ ঝিঙ্গান? পেয়েছেন ইউরোপে বড় লিগে খেলার প্রস্তাব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এটিকে মোহনবাগানের অন্যতম বড় স্তম্ভ নিঃসন্দেহে সন্দেশ ঝিঙ্গান। গত বছর বিপুল অর্থে সন্দেশকে কিনে তাঁক লাগিয়ে দিয়েছিল সবুজ-মেরুণ ব্রিগেড। আর তারপর গত আইএসএলে স্প্যানিশ ডিফেন্ডার তিরির সাথে দারুণ জুটি তৈরি করে এটিকে মোহনবাগানকে ফাইনালে তুলেছিলেন সন্দেশ। এছাড়া জাতীয় দলেও স্তম্ভ হয়ে উঠেছেন ঝিঙ্গান।
কিন্তু আরও চার বছরের চুক্তি থাকা সত্ত্বেও এবার এটিকে মোহনবাগান ছাড়তে পারেন সন্দেশ? জানা গিয়েছে, ইউরোপের তিনটি দেশ থেকে বেশ কিছু ক্লাবের প্রস্তাব এসেছেন সন্দেশের কাছে। এই তিন দেশ হল অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া ও গ্রিস। বলা বাহুল্য, এই তিন দেশই ইউরোপীয় ফুটবলে অত্যন্ত পরিচিত, ফলে সন্দেশের কাছে রয়েছে বড় সুযোগ।
আর এক্ষেত্রে ভারতীয় ডিফেন্ডারকে বাধা দিতে পারবে না এটিকে মোহনবাগান। সন্দেশের চুক্তিতে রয়েইছে, বিদেশী ক্লাবের কোনও অফার যদিও সন্দেশ মেনে নেন, তাহলে চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও তিনি বিদেশের ক্লাবে যোগ দিতে পারবেন। ফলে এখন পুরোটাই নির্ভর করছে এবারের বর্ষসেরা ফুটবলারের উপর।
সূত্রের খবর, ইতিমধ্যেই দুটি বড় প্রস্তাব এসেছেন সন্দেশের কাছে। এবং জানা গিয়েছে, ইতিমধ্যেই তিনি এটিকে মোহনবাগানের কর্তাদের সাথে কথা বলছেন এই বিষয়ে। আর এখানেই উঠছে প্রশ্ন, তবে কি ইউরোপে খেলার স্বপ্নকে বাস্তবায়িত করতে এটিকে মোহনবাগান ছাড়বেন সন্দেশ?
ইউরোপে গিয়ে একজন ভারতীয় ফুটবলারের কতটা উন্নতি হয়, তার সব থেকে বড় উদাহরণ হল সুনীল ছেত্রী। স্পোর্টিং লিসবন থেকে ফেরার পর একেবারে অন্য জাতের খেলোয়াড় হয়ে উঠেছিলেন তিনি। সেই উদাহরণকে দেখে কি এবার নিজের উন্নতির জন্য ইউরোপে পাড়ি দেবেন সন্দেশ?