এটিকে মোহনবাগান ছাড়লেন সন্দেশ ঝিঙ্গান, পরের গন্তব্য কোথায়?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অবশেষে পড়ল শিলমোহর, এটিকে মোহনবাগান ছাড়লেন তারকা ভারতীয় ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান। বৃহস্পতিবার এটিকে মোহনবাগানের তরফ থেকে জানানো হয়, সন্দেশ ঝিঙ্গানকে রিলিজ দেওয়া হয়েছে।
২০২০ সালে এটিকে মোহনবাগান পাঁচ বছরের চুক্তিতে কেরালা ব্লাস্টার্স থেকে সই করিয়ে আনে সন্দেশ ঝিঙ্গানকে। প্রথম মরশুমে তিরির সাথে দুর্দান্ত জুটি গড়ে তোলেন সন্দেশ। কিন্তু পরের মরশুমে ক্রোয়েশিয়ান ক্লাব সিবেনিকে যোগ দেওয়ার পরে পরিস্থিতি ঘুরে যায় সন্দেশের। চোট-আঘাতের জেরে সিবেনিক থেকে ফিরে আসেন এটিকে মোহনবাগানে।
কিন্তু এরপর কোথায় যাবেন সন্দেশ? বিদেশে খেলার ইচ্ছে বরাবরই রয়েছে এই ডিফেন্ডারের। তবে সন্দেশকে নেওয়ার ক্ষেত্রে বেশ আগ্রহী ইমামি ইস্টবেঙ্গল। বিগত বেশ কিছু সময় ধরে সন্দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে ইস্টবেঙ্গল ক্লাব।
এখন সন্দেশ রিলিজ পাওয়ায় সুযোগ হাতছাড়া করতে চাইবে না ইমামি ইস্টবেঙ্গল। তবে সন্দেশের প্রথম পছন্দ অবশ্যই বিদেশের ক্লাবে যোগ দেওয়া, তা বলাই যায়।