এইচএনকে সিবেনিকের শর্ত মেনে নিয়েছেন সন্দেশ ঝিঙ্গান, শীঘ্রই হবে আনুষ্ঠানিক ঘোষণা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শীঘ্রই বিদেশে পাড়ি দিতে চলেছেন ভারতের বর্তমান সময়ের সেরা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান। এটিকে মোহনবাগানের এই তারকা তথা দেশের বর্ষসেরা ফুটবলার সই করতে চলেছেন ক্রোয়েশিয়ার প্রথম ডিভিশনের ক্লাব এইচএনকে সিবেনিকে।
এই নিয়ে মাদ্রিদে নিজের এজেন্সি থেকে সরাসরি বার্তা দিলেন সন্দেশের এজেন্ট অনুজ কিচলু। এক সংবাদমাধ্যমের সাথে সাক্ষাৎকারে কিচলু বলেছেন, "আমরা এইচএনকে সিবেনিকের সাথে সমঝোতায় এসেছি। এখন পূর্ণ প্রয়াস চলছে ওনাকে ক্রোয়েশিয়ায় পাঠানোর জন্য।"
এদিকে একাধিক ক্রোয়েশিয়ান সংবাদমাধ্যমে খবর এসেছে, এক বছরের চুক্তিতে সিবেনিকে সই করতে চলেছেন সন্দেশ, যেখানে আরও এক বছর চুক্তিবৃদ্ধির অপশন থাকবে। এবং যেহেতু এটিকে মোহনবাগানের সাথে চুক্তিতে লেখাই ছিল, সন্দেশ চাইলে চুক্তির মাঝপথে যে কোনও বিদেশী ক্লাবে সই করতে পারবেন। ফলে ফ্রি এজেন্ট হিসেবেই সিবেনিকে যোগ দেবেন সন্দেশ।
তবে শুধু ক্রোয়েশিয়া নয়, অস্ট্রেলিয়া ও গ্রিসের ক্লাব থেকেও প্রস্তাব এসেছিল সন্দেশের জন্য। এমনকি, গত বছরেও বিদেশী ক্লাবগুলির তরফ থেকে অফার এসেছে। তবে কেন সিবেনিকের প্রস্তাবে রাজি হলেন সন্দেশ। এই নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন এজেন্ট অনুজ কিচলু।
তিনি বলেছেন, "গত বছর সন্দেশের জন্য একাধিক অফার এসেছিল কিন্তু করোনার নিয়মবিধির জেরে তা হয়নি। এই বছর, চারটি ভিন্ন ক্লাব আমাদের কাছে এসেছিল। বিভিন্ন ধরণের লিগ ও প্রস্তাবকে পর্যালোচনা করে, এইচএনকে সিবেনিক সন্দেশের জন্য সেরা অপশন বলে মনে করা হয়েছে। ক্রোয়েশিয়া, অবশ্যই, বিশ্বকাপের ফাইনালিস্ট এবং তাদের লিগ গত কয়েক বছরে অনেক উন্নতি করেছে।"
তবে বর্তমানে এইচএনকে সিবেনিকের অবস্থা তেমন ভালো নয়। গত মরশুমে দ্বিতীয় ডিভিশন থেকে প্রথম ডিভিশন উঠে ষষ্ঠ স্থানে শেষ করেছিল তারা। আর এই মরশুমে চারটি রাউন্ড খেলার পরেও কেবল এক পয়েন্ট জোগাড় করতে পেরেছে সিবেনিক। ফলে সন্দেশের কাছে চ্যালেঞ্জ থাকবে ক্লাবের ভাগ্য ঘোরানোর।