ঘর বদল! আইলিগের এই নয়া ক্লাবে গেলেন সামাদ আলি মল্লিক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : নতুন ঘর পেলেন বঙ্গতনয় সামাদ আলি মল্লিক। তারকা এই উইংব্যাক যোগ দিলেন আইলিগের নয়া সদস্য শ্রীনিধি এফসিতে। বৃহস্পতিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ করে শ্রীনিধি ডেকান এফসি।
২৬ বছরের এই বাঙালি ফুটবলার ইস্টবেঙ্গলের ঘরের ছেলে হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘ পাঁচ বছর লাল-হলুদের হয়ে খেলার পরে গত জানুয়ারি মাসে রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসিতে যোগ দেন সামাদ।
গত আইলিগে পাঞ্জাব এফসির হয়ে আট ম্যাচ খেলেছেন সামাদ, এক গোল ও এক অ্যাসিস্ট করেছেন তিনি। তবে এসসি ইস্টবেঙ্গলের হয়ে গত আইএসএলে একটিও ম্যাচ সু্যোগ পাননি খেলার। ফলে সামাদের কাছে বড় চ্যালেঞ্জ হবে শ্রীনিধির হয়ে নিজের সেরাটা দেওয়ার জন্য।