কুয়েতের পর এই শক্তিশালী দেশ যোগ দিল ২০২৩ সাফ টুর্নামেন্টে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশন আসন্ন ২০২৩ সাফ টুর্নামেন্টকে আরও শক্তিশালী এবং প্রতিযোগিতামূলক করে তোলার জন্য দক্ষিণ এশিয়ার ফুটবলীয় দেশগুলির পাশাপাশি বেশ কিছু শক্তিশালী দেশকে যোগ করছে।
ইতিমধ্যেই কুয়েত দেশকে আসন্ন সাফ টুর্নামেন্টে দেখা যাবে বলে জানা গেছিল। এবার এই টুর্নামেন্টে আমন্ত্রিত দ্বিতীয় দেশ হিসাবে যোগ দিতে চলেছে লেবানন। ফিফা র্যাঙ্কিংয়ে ৯৯ তম স্থানে থাকা লেবানন ছাড়াও এই টুর্নামেন্টে রয়েছে আয়োজক দেশ ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, মালদ্বীপ এবং কুয়েত।
খবর অনুযায়ী, ৮ টি দেশকে দুটি গ্রুপে ভাগ ক্রা হবে। গ্রুপ পর্যায় দুটি গ্রুপের প্রথম দুই স্থানে থাকা দেশ যোগ্যতা অর্জন করবে সেমিফাইনাল খেলার।