রোনাল্ডোর পথেই সৌদি আরবে যোগ দিলেন আরও এক তারকা ফুটবলার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: রোনাল্ডোর পথ অনুসরণ করে সৌদি আরবে পৌঁছলেন আরও এক তারকা ফুটবলার। জল্পনা ছিল অনেকদিন ধরেই, অবশেষে সেটা বাস্তব রূপ পেল। বায়ার্ন মিউনিখ থেকে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিলেন সেনেগালের ফরওয়ার্ড সাদিও মানে।
আরও পড়ুন: কেক কেটে-পতাকা উত্তোলন করে পালিত হল ইস্টবেঙ্গলের ১০৪তম প্রতিষ্ঠা দিবস
আল নাসের এবং বায়ার্ন মিউনিখের পক্ষ থেকে মানের ট্রান্সফারের খবর জানানো হয়। তবে কত টাকার বিনিময়ে তিনি নতুন ক্লাবে যোগ দিলেন সেই বিষয়ে কিছু জানানো হয়নি। মঙ্গলবারই নয়া ক্লাবে যোগ দেন প্রাক্তন লিভারপুল তারকা। দিয়েছেন ভিডিও বার্তা।
এরপর আল নাসেরের জার্সিতে মানের একঝাঁক ছবি পোস্ট করেছে ক্লাবটি। নতুন ক্লাবে পা দিলেও বায়ার্ন মিউনিখ থেকে এভাবে বিদায় নিতে চাননি মানে। এভাবে চলে যাওয়াটা তাঁকে যন্ত্রণা দিচ্ছে।