তারুণ্যে জোর ইস্টবেঙ্গলের, যোগ দিলেন লাল-হলুদ অ্যাকাডেমির ছাত্র গৌতম সিং

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন আইএসএলের নয়া নিয়মে, তরুণ খেলোয়াড়দের উপর বিশেষ জোর দিতে বলা হয়েছে। অনুর্ধ্ব ২২ খেলোয়াড়দের দলে যোগ দিতে বেশি জোর দিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলি। এই পরিস্থিতিতে এসসি ইস্টবেঙ্গল নিজেদের তৃতীয় ডেভেলপমেন্টাল খেলোয়াড় হিসেবে সাইখোম গৌতম সিংকে সই করিয়েছে।
বৃহস্পতিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এসসি ইস্টবেঙ্গল এই খবর প্রকাশ করেছে। এর আগে অমরজিত সিং কিয়াম ও লালরিনলিয়ানা নামতেকে সই করিয়েছে এসসি ইস্টবেঙ্গল।
১৯ বছরের তরুণ সেন্টার ব্যাক গৌতম সিং হায়দ্রাবাদ এফসির রিজার্ভ দলে ছিলেন। এর আগে ইস্টবেঙ্গলের অ্যাকাডেমিতে ছিলেন মণিপুরের এই ফুটবলার। অনুর্ধ্ব ১৮ দলেও খেলেছেন গৌতম সিং।
সই করে এসসি ইস্টবেঙ্গল মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে গৌতম বলেন, "আমি খুবই খুশি এসসি ইস্টবেঙ্গলের অংশ হতে পেরে। আমি শেখার জন্য এবং সুযোগের সদ্ব্যবহার করার জন্য মুখিয়ে রয়েছি।"