পিএসজির নতুন কোচের প্রথম একাদশের পরিকল্পনাতেই নেই নেইমার!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : প্যারিস সেইন্ট জার্মেইনের নতুন কোচ হিসেবে যুক্ত হতে চলেছেন ক্রিস্টোফে গল্টিয়ার। এবং যা খবর, ইতিমধ্যেই পিএসজির প্রথম একাদশ নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন গল্টিয়ার। এবং সেই পরিকল্পনা থেকে বাদ পড়েছেন সুপারস্টার ফুটবলার নেইমার।
লে প্যারিসিয়েন এর রিপোর্ট অনুযায়ী, হবু কোচ গল্টিয়ার এই ছয় সুপারস্টারদের নিশ্চিতভাবে প্রথম একাদশে রাখবেন। তারা হলেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, মারকুইনহোস, মার্কো ভেরাত্তি, জিয়ানলুইগি ডোনারুম্মা ও আচরাফ হাকিমি।
এদিকে একাধিক রিপোর্ট অনুযায়ী, নেইমারের এজেন্ট ইতিমধ্যেই চেলসির সাথে যোগাযোগ করেছে। এছাড়া সেন্টার ব্যাক প্রিন্সেল কিম্পেম্বে, অ্যান্ডার হেরেরা, লিয়ান্দ্রো পারেদেস, ইদ্রিসা গে ও মাউরো ইকার্ডিকে ট্রান্সফার লিস্টে রেখেছে পিএসজি, এমনটা লে ইকুইপে এর খবর।