ইস্টবেঙ্গলের প্রতি ধৈর্য হারিয়ে এবার বেঙ্গালুরুতেই চলে গেলেন রয় কৃষ্ণা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আবারও নিজেদের টার্গেট হারাল ইস্টবেঙ্গল। এবার নিজেদের সব থেকে বড় টার্গেট, অর্থাৎ রয় কৃষ্ণাকে সই করাতে পারল না লাল হলুদ ব্রিগেড। যা খবর, বেঙ্গালুরু এফসিতে সই করতে চলেছেন ফিজিয়ান এই ফরোয়ার্ড।
জানা গিয়েছে, ইস্টবেঙ্গলের মৌখিক প্রস্তাব পাওয়ার পর অপেক্ষা করেছিলেন রয় কৃষ্ণা। কিন্তু ১৬ জুলাই অবধিও ফুটবল দল তৈরি না হওয়ার জেরে ধৈর্য হারিয়ে ফেলেন রয়।
এদিকে বেঙ্গালুরু এফসি শুরু থেকেই রয়কে পেতে আগ্রহী ছিল। যা সম্ভাবনা, এক বছরের চুক্তি এবং আরও এক বছর চুক্তিবৃদ্ধির করার সুবিধা নিয়ে বেঙ্গালুরু এফসিতে সই করবেন রয় কৃষ্ণা।
গত মরশুমের শেষে এটিকে মোহনবাগান ছাড়েন রয় কৃষ্ণা। এবং তারপরই ইস্টবেঙ্গল মৌখিকভাবে প্রস্তাব দিয়েছিল রয়কে। কিন্তু এখনও অবধি ইমামির সাথে ইস্টবেঙ্গলের চুক্তিপত্র সই না হওয়ায় বেশি অপেক্ষা করার ঝুঁকি নেননি রয়। ফলে বেঙ্গালুরুতেই গেলেন কৃষ্ণা।