রেকর্ড বেতনে আরও এক বছর এটিকে-মোহনবাগানে থেকে গেলেন রয় কৃষ্ণা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সই করা ছিল স্রেফ সময়ের অপেক্ষা। সবুজ-মেরুণের ভরসা রয় কৃষ্ণা আরও এক মরশুম থেকে যেতে চলেছেন এটিকে-মোহনবাগানে। এবং যেমন তেমনভাবে নয়, রেকর্ড বেতনে থেকে গেলেন রয় কৃষ্ণা।
বুধবার সকল চুক্তির শর্ত মেনে আরও এক বছর এটিকে-মোহনবাগানের সাথে চুক্তিবৃদ্ধি করলেন ফিজির এই তারকা স্ট্রাইকার। এতদিন তিন কোটি টাকার চুক্তিতে ছিলেন কৃষ্ণা, কিন্তু এই নয়া চুক্তিতে সাড়ে পাঁচ কোটি টাকা পাবেন তিনি। আর এর জেরে আইএসএল তথা ভারতীয় ফুটবলের ইতিহাসে সবথেকে দামী বিদেশী ফুটবলার হিসেবে নাম গড়লেন রয় কৃষ্ণা।
এবারের আইএসএলে দুর্দান্ত পারফর্ম করেন রয় কৃষ্ণা। ২৩টি ম্যাচে ১৪ গোল ও আটটি অ্যাসিস্ট করেছেন কৃষ্ণা। মনবীর সিং-ডেভিড উইলিয়ামসের সাথে দারুণ জুটি গড়েছিলেন মেরিনার্সদের প্রাণভোমরা। কিন্তু শেষ অবধি ফাইনালে মুম্বই সিটি এফসির কাছে হার মানতে হয় এটিকে-মোহনবাগানকে।