আরও এক বছরের জন্য মোহনবাঁশি বাজাবেন রয় কৃষ্ণা, সই করে দিলেন এই বড় বার্তা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : জল্পনার অবসান, এটিকে-মোহনবাগানেই থেকে গেলেন তারকা ফিজি ফরোয়ার্ড রয় কৃষ্ণা। মোহনবাগান দিবসের মত এই শুভদিনে এই বড় ঘোষণা করল এটিকে-মোহনবাগান। এবং স্বভাবতই, খুশি রয় কৃষ্ণা।
তবে করোনা পরিস্থিতিতে ভারতে খেলার বিষয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছিলেন রয় কৃষ্ণা ও তার স্ত্রী-এজেন্ট নাদিয়া। কিন্তু শেষ অবধি এক বছরের জন্য চুক্তিবৃদ্ধি করলেন সবুজ মেরুণ ব্রিগেডে। আর এর জন্য তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন এটিকে-মোহনবাগান ম্যানেজমেন্ট।
সই করার পর রয় কৃষ্ণা বলেছেন, "যখন থেকে আমি প্যাসিফিক ছেড়ে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছি, এই ক্লাবকে আর কলকাতার মানুষকে আমার ঘরের মত লাগত। যদি অতিমারি না থাকত তাহলে কোনও অনুরোধের প্রয়োজনই ছিল না, কিন্তু প্রত্যাশামতই ক্লাব ম্যানেজমেন্ট নিজেদের উপায়ে এগিয়ে এসেছে এবং আমায় ও আমার পরিবারকে নিশ্চয়তা দিয়েছে যে আমরা সুরক্ষিত থাকব এবং অতিমারির নানা ঝুঁকি সত্ত্বেও নিরাপদ থাকব আর এতেই আমি থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"
এরপর কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ও সবুজ-মেরুণ সমর্থকদের উদ্দেশ্য করে রয় কৃষ্ণা বলেন, "আমি ধন্যবাদ জানাতে চাই সঞ্জীব গোয়েঙ্কা আর ওনার টিমকে আমার প্রতি আস্থা রাখার জন্য। আমি সমর্থকদের হতাশ করব যদি এটা না বলি, তবে এটিকে-মোহনবাগানের সমর্থকরা এত বেশি সমর্থন করেন এবং ভার্চুয়ালি এতটা ভালোবাসা দেখিয়েছেন যে আমার মনে হয়েছে যে ওরা এই ক্লাবের একটি বড় অংশেরও বেশি।"
কোচ আন্তোনিও হাবাসের সাথে আবারও কাজ করতে পেরে উচ্ছ্বসিত কৃষ্ণা। তিনি বলেছেন, "ধারাবাহিকতা রাখা খুবই ভালো এবং যখন জেনেছি যে কোচ হাবাস আমার তৃতীয় মরশুমেও থাকছেন, তা নিঃসন্দেহে বড় লক্ষণ যে ক্লাব কৃতিত্ব ও সম্মানিত করে পরিশ্রমী মানুষদের আর আমি কৃতজ্ঞ এমন একটি ক্লাবের অংশ হয়ে যারা মানুষের কদর করে। আমাদের একসাথে রাখায় আমরা গত মরশুম থেকে আরও বেশি করে গড়ে উঠব।"
সব শেষে মোহনবাগান দিবসে এই সুখবর দিতে পেরে আপ্লুত রয় কৃষ্ণা। তিনি বলেছেন, "এটিকে-মোহনবাগানে থেকে যাওয়াটা আমার কাছে বড় সম্মানের এবং আমি খুবই খুশি যে এই সুখবর একটি বিশেষ দিনে সমর্থকদের দিতে পারছি। আমি আশা করছি ওরা খুশি হোক এবং সবুজ-মেরুণ দলকে সমর্থন করে যাক।"