আইএসএল নয়, অস্ট্রেলিয়ান লিগে ফিরে যেতে পারেন রয় কৃষ্ণা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কয়েক সপ্তাহ আগে এটিকে মোহনবাগান ছাড়েন রয় কৃষ্ণা। এবং তার পরে প্রশ্ন ছিল, কোথায় যাবেন এই সুপারস্টার ফিজিয়ান ফরোয়ার্ড? ইস্টবেঙ্গল ও কেরালা ব্লাস্টার্সের আগ্রহ ছিল, তবে তারা সরকারিভাবে কোনও প্রস্তাব দেয়নি। এই পরিস্থিতিতে এবার এসেছে বড় খবর।
যা সম্ভাবনা, ভারতে ফুটবল খেলবেন না রয়। সম্ভবত তিনি ফিরে যেতে চলেছেন অস্ট্রেলিয়া এ লিগে। রয় কৃষ্ণার ঘনিষ্ঠ মহল থেকেও খবর ছিল, এ লিগে ফিরতে পারেন রয়।
এবার একাধিক অস্ট্রেলিয়ান মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স রয় কৃষ্ণাকে নিতে আগ্রহী হয়েছে। কোচ মার্ক রুদান বিশ্বাস করেন, রয় কৃষ্ণার মত অভিজ্ঞের আগমণ ক্লাবের জন্য ভালো হবে। রয় ছাড়াও সিডনি এফসির মিলোস নিনকোভিচ ও অলিভার বোজানিচকে।
এর আগে অস্ট্রেলিয়ান লিগে দাপটের সাথে খেলেছেন রয়। ১২০ ম্যাচে ৫০ গোল রয়েছে তার। ফলে আবারও অস্ট্রেলিয়ায় ফিরতে পারেন রয়।