'মারিও' ধাঁচে দুর্দান্ত ভিডিও প্যাকেজে ২০২৪ অবধি রাউলিন বোর্জেসকে রাখার ঘোষণা মুম্বই সিটির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এমনটা হওয়াই স্বাভাবিক ছিল। গত আইএসএলে চ্যাম্পিয়ন মুম্বইয়ের মাঝমাঠের বড় শক্তি রাউলিন বোর্জেসকে আরও তিন বছরের জন্য রেখে দিল ক্লাব। শনিবার মুম্বই সিটি এফসি নিজেদের সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে, ২০২৪ অবধি ক্লাবে থাকছেন এই তারকা মিডফিল্ডার।
আর এই ঘোষণার জন্য যে ভিডিও প্যাকেজটি বানিয়েছে মুম্বই, তা সত্যিই অসাধারণ। ছোটবেলার প্রিয় ভিডিও গেম সুপার মারিওর ধাঁচে সুপার রাউলিনকে সামনে আনল মুম্বই। সেই ভিডিওতে রাউলিনের স্মরণীয় গোলগুলির পাশাপাশি লিগ ও শিল্ড জয়ের বিষয়টিও দেখানো হয়েছে। আর এমন ভিডিও বেশ পছন্দ হয় সমর্থকদের।
এই মুহুর্তে দোহায় বিশ্বকাপ যোগ্যতা অর্জন ম্যাচ খেলতে ভারতীয় শিবিরে রয়েছেন রাউলিন। কাতারের বিরুদ্ধে ম্যাচের আগে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার জেরে সেই ম্যাচ খেলেননি। আর রাউলিনের অভাব বেশ বোঝা যাচ্ছিল সেই ম্যাচে।