এসসি ইস্টবেঙ্গলে বেঞ্চ গরম করা এই দুই ফুটবলারকে নয়া সুযোগ দিল রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : একে একে সকল ফুটবলাররাই এসসি ইস্টবেঙ্গল ছেড়ে চলে যাচ্ছে। এবার ইস্টবেঙ্গলে গত মরশুমে তেমন সুযোগ না পাওয়া দুই তারকা ফুটবলার রিনো অ্যান্টো ও সিকে ভিনিথকে যেতে চলেছেন রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসিতে।
কেরালার অভিজ্ঞ সাইডব্যাক রিনো অ্যান্টো গত বছর এসসি ইস্টবেঙ্গলে থাকলেও মূল স্কোয়াডে ছিলেন না, রিজার্ভ দলে পাঠানো হয়েছিল। এবার ৩৩ বছরের এই ডিফেন্ডারকে চলতি মরশুমের জন্য সই করল রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি।
এদিকে ৩৩ বছরের অভিজ্ঞ ফরোয়ার্ড সিকে ভিনিথকে তুলে নিতে চলেছে আইলিগের এই দল। কথাবার্তা কার্যত চুড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে, পাঞ্জাবের শর্তও মেনে নিয়েছেন কেরালার এই ফরোয়ার্ড। এর ফলে খুব শীঘ্রই রাউন্ডগ্লাস পাঞ্জাবের হয়ে সই করবেন ভিনিথ। গত মরশুমে এসসি ইস্টবেঙ্গলের হয়ে আইএসএলে কেবল দুটিই ম্যাচ খেলেছেন ভিনিথ, আর কেবল দুটি ম্যাচে বেঞ্চে ছিলেন।
এর জেরে রাউন্ডগ্লাস পাঞ্জাবে কার্যত রিইউনিয়ন হতে চলেছে কোচ অ্যাশলে ওয়েস্টউড, রিনো অ্যান্টো ও সিকে ভিনিথের। এই তিনজনই এক সময় বেঙ্গালুরু এফসির গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।