মার্কাস নামলেও হারের ভাগ্য বদলাল না মহামেডানের

রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি - ১ (লুকা মাজচেন)
মহামেডান স্পোর্টিং ক্লাব - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কেরালার পর এবার পাঞ্জাব - হারের ধারা বজায় রেখে চলল মহামেডান স্পোর্টিং ক্লাব। রবিবার পঞ্চকুলায় আইলিগের লড়াইয়ে রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসির বিরুদ্ধে ০-১ গোলে পরাজিত হল মহামেডান।
ম্যাচের একেবারে শুরুতেই গোল হজম করে মহামেডান। তিন মিনিটে স্যামুয়েল লালমুয়ানপুইয়ার সেন্টারে গোল করেন পাঞ্জাবের বিদেশী ফরোয়ার্ড লুকা মাজচেন। তবে ঠিক তার পরের মিনিটেই সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পায় মহামেডান। একা গোলকিপার কিরন লিম্বুকে সামনে পেয়েও গোল করতে পারেননি মার্কাস জোসেফ।
গোল পাওয়ার জন্য মরিয়া চেষ্টা করে চলে মহামেডান। কিন্তু কাঙ্ক্ষিত গোল আর আসে না। দ্বিতীয়ার্ধে আবিওলা দাউদা আসলেও দুই বিদেশী ফরোয়ার্ডে ম্যাচ বাঁচাতে পারে না সাদা-কালো ব্রিগেড।
গত আইলিগের রানার্স এবারের আইলিগের প্রথম দুই ম্যাচেই হার হজম করল - নিঃসন্দেহে বিষয়টি অত্যন্ত চিন্তাজনক। বিশেষ করে এবারের আইলিগ জয়ের গুরুত্ব অনেকটাই বেশি, কারণ চ্যাম্পিয়ন হলেও আইএসএল খেলার সুযোগ। আর এই বিষয়টি নিঃসন্দেহে ভাবাবে কোচ আন্দ্রে চেরনিশভকে।