বার্সেলোনা থেকে কোন তারকা ফুটবলারকে ছেঁটে ফেললেন রোনাল্ড কোম্যান? জানতে পড়ুন...

এক্সট্রা টাইম নিউজ ডেস্ক : বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পর থেকেই 'ছাঁটাই নীতি' চালু করে দিলেন নতুন কোচ রোনাল্ড কোম্যান। তাঁর একটা ফোনে নাকি বার্সা থেকে বিদায় নিতে হচ্ছে লুইস সুয়ারেজকে! এমনটাই দাবি করছে স্পেনের একাধিক সংবাদমাধম। মাত্র এক মিনিটের ফোন আলাপেই নেদারল্যান্ডসের প্রাক্তন কোচ জানিয়ে দেন যে সুয়ারেজ তাঁর পরিকল্পনায় নেই। আর এটা জানার পরেই ক্ষোভে ফেটে পড়েন সুয়ারেজ।
চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ৮-২ গোলে লজ্জাজনক হার স্বীকার করে লিওনেল মেসির বার্সেলোনা। প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার পাশাপাশি চাকরি যায় বার্সা কোচ সেতিয়েনের। রোনাল্ড কোম্যানকে কোচ করে আনা হয় ন্যু ক্যাম্পে। আর দলের দায়িত্ব নেওয়ার পরেই তারকাদের সঙ্গে দেখা করেন তিনি। তাঁদের সঙ্গে কথা বলেন। ফোন করেন সুয়ারেজকে। এবং এক ফোনেই নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন নতুন কোচ।
বার্সার সঙ্গে এখনও এক বছরের চুক্তি রয়েছে সুয়ারেজের। তাঁর আইনজীবীরা বার্সেলোনার সঙ্গে চুক্তি বাতিল সংক্রান্ত ব্যাপার নিয়ে আলোচনা শুরু করে দিয়েছেন। বার্সার সর্বকালের সেরা গোলদাতাদের মধ্যে উরুগুয়ের তারকা তিন নম্বরে রয়েছেন। ক্যাটালান ক্লাবের হয়ে ১৯৮ গোল করা সুয়ারেজ এখনকার তালিকায় রয়েছেন মেসির পরেই।
বার্সা থেকে বাদ পড়ার দিনেই শোনা যাচ্ছে ফের তৈরি হতে পারে নেইমার-সুয়ারেজ জুটি। আগে বার্সেলোনাতেই সুয়ারেজের সঙ্গে ছিলেন নেইমার। তাহলে কি এবার তাঁর গন্তব্য পিএসজি! ফুটবল মহলে তেমন আলোচনা চলছে।