ইস্টবেঙ্গলে সই করে প্রতিজ্ঞা রোমিওর, নিজের সর্বস্ব দেবেন, স্বপ্নপূরণ হল সারিনিও ফার্নান্ডেজের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এসসি ইস্টবেঙ্গলে গোয়ানিজ ছোঁয়া। এফসি গোয়া থেকে এসসি ইস্টবেঙ্গলে সই করলেন দুই গোয়ানিজ ফুটবলার রোমিও ফার্নান্ডেজ ও সারিনিও ফার্নান্ডেজ। আর ইস্টবেঙ্গলের মত ঐতিহ্যশালী ক্লাবে এসে উচ্ছ্বসিত এই দুই ফুটবলার।
২০১৬ সালে ইস্টবেঙ্গলের হয়ে খেলে যাওয়া রোমিও চেনেন এই ঐতিহ্যশালী প্রতিষ্ঠানের মর্ম। সই করে তিনি বলেছেন, "আমি বোঝাতে পারছি না কতটা খুশি আমি। এই মরশুম আমার কাছে একটি বড় চ্যালেঞ্জ এবং এসসি ইস্টবেঙ্গলের হয়ে মাঠে নামার জন্য অপেক্ষা করতে পারছি না। আমি এই ক্লাবে আগেও খেলেছি এবং জানি যে আবেগ এই প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে রয়েছে। ব্যক্তিগতভাবে আমার ও আমার দলের জন্য, আমার ভাবনায় গোল রয়েছে এবং অনুশীলনে নিজের সর্বস্ব দেব নিজের লক্ষ্যপূরণের জন্য। আমি এক একটি দিন করে নিচ্ছি এবং আমার ফোকাস ধরে রাখছি। আমি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কাছে কৃতজ্ঞ আমায় এই সুযোগ দেওয়ার জন্য।"
২০১৫ আইএসএলে এফসি গোয়াকে ফাইনালে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন রোমিও। সেই বছরে প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে ব্রাজিলের এক পেশাদার ক্লাবে (অ্যাথলেটিকো পারানেন্সে) খেলেছিলেন রোমিও।
এদিকে তরুণ লেফট ব্যাক সারিনিও ফার্নান্ডেজের কাছে এ যেন স্বপ্নপূরণ। এই নিয়ে তিনি বলেছেন, "আমি উচ্ছ্বসিত এসসি ইস্টবেঙ্গলে যোগ দিতে পেরে। আমার স্বপ্ন পূরণ হল এমন একটি বড় ক্লাবের হয়ে খেলতে পেরে। ভারতের প্রতিটি ফুটবলার চায় লাল-হলুদ জার্সি পড়তে এবং আমি সেই সুযোগ পেয়েছি। আমি প্রতিদিন নিজের সর্বস্ব দেওয়ার চেষ্টা করব। আমি জানি সমর্থকরা এই ক্লাবকে নিয়ে প্রচন্ড আবেগপ্রবণ এবং এর সাথেই দায়িত্ব বেড়ে যায়। আমি বিশ্বাস করি এই ক্লাবে থেকে আমি গড়ে উঠব, মাঠে ও মাঠের বাইরে।"
২২ বছরের এই তরুণ উইংব্যাক চার বছর এফসি গোয়াতে ছিলেন। জিতেছেন গোয়া প্রো লিগ, টাকা গোয়া চ্যাম্পিয়নশিপ (জিএফএ অনুর্ধ্ব ২০ কাপ) এবং গোয়া পুলিশ কাপ। ২০১৯ সালে এফসি গোয়ার হয়ে ডুরান্ড কাপ খেলেছেন সারিনিও।