লাল-হলুদে কামব্যাক রোমিওর, এই অভিজ্ঞ ডিফেন্ডারকে তুলে নিল এসসি ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আবারও ইস্টবেঙ্গলে ফিরছেন রোমিও ফার্নান্ডেজ। গোয়ার এই তারকা মিডফিল্ডার দীর্ঘদিন ধরে ভারতীয় ফুটবলের সার্কিটে রয়েছেন, আর আবারও ভারতীয় ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে খেলার সুযোগ পেলেন রোমিও, সৌজন্যে এসসি ইস্টবেঙ্গল। ২০১৭ সালে এফসি গোয়া থেকে লোনে ইস্টবেঙ্গলে খেলেছিলেন রোমিও।
গত কয়েক বছর সেভাবে ছন্দে ছিলেন না রোমিও, গোয়ার স্থানীয় লিগগুলিতে খেলছিলেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে এফসি গোয়ার রিজার্ভ দলে সুযোগ পান রোমিও, আর তারপর মূল দলে সুযোগ পান। এবার এসসি ইস্টবেঙ্গলের ডাক পেলেন রোমিও, ফলে আবারও সুযোগ রয়েছে ২৯ বছরের এই মিডফিল্ডারের নিজের ম্যাজিক দেখানোর।
২০১৫ সালে জিকোর অধীনে এফসি গোয়ার হয়ে অসাধারণ ফুটবল খেলে নজর কেড়েছিলেন রোমিও। জিকোর জন্য সুযোগ পান ব্রাজিলের ক্লাব অ্যাথলেটিকো পারানেন্সেতে খেলার।
এদিকে সেরিনিওর পর গোয়ার আর এক ডিফেন্ডার জয়নেয়ার লোরেঙ্কোকে সই করতে চলেছে এসসি ইস্টবেঙ্গল। জানা গিয়েছে, জামসেদপুর এফসির এই ডিফেন্ডারকে এক বছরের চুক্তিতে নিচ্ছে ইস্টবেঙ্গল। কথাবার্তা চুড়ান্ত পর্যায়ে, চুক্তি সইও অবশ্যম্ভাবী।
গত মরশুমে জামসেদপুরের হয়ে পাঁচটি ম্যাচ খেলার সু্যোগ পান ২৯ বছরের লোরেঙ্কো। স্পোর্টিং ক্লুব দ্য গোয়ায় কেরিয়ার শুরু করার পর খেলেছেন বেঙ্গালুরু এফসি ও মুম্বই সিটি এফসিতে। ভারতের অনুর্ধ্ব ২৩ দলেও খেলেছেন এই ডিফেন্ডার।