ইস্টবেঙ্গলে থাকবেন সৌরভ দাস? বাঙালি এই মিডফিল্ডারকে অনুরোধ করেছেন খোদ রবি ফাউলার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোতে মুম্বই সিটি এফসি থেকে এসসি ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন তরুণ মিডফিল্ডার সৌরভ দাস। আর তারপর লাল-হলুদের সেন্ট্রাল মিডফিল্ডে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন রিষড়ার এই ফুটবলার। নবম স্থানে এসসি ইস্টবেঙ্গল শেষ করলেও অত্যন্ত ভালো পারফর্ম করেছেন সৌরভ।
আর এরপর প্রশ্ন এসেই যায়, তাহলে কি আগামী মরশুমে সৌরভ দাস থেকে যাবেন এসসি ইস্টবেঙ্গলে? ক্লাব ও ইনভেস্টরের মধ্যেকার জটিলতার মাঝে এই প্রশ্নটি আরও জোরালো হয়ে উঠছে। আর সেই নিয়ে এবার জবাব দিলেন খোদ সৌরভ।
এক্সট্রা টাইম বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে যখন সৌরভকে জিজ্ঞাসা করা হল যে তিনি আগামী মরশুমে লাল-হলুদ ব্রিগেডে থাকবেন কিনা, সেই নিয়ে তিনি বলেছেন, “যেহেতু ইস্টবেঙ্গলের হয়ে ম্যাচ খেলেছি, তাই কিছু ক্লাবের অফার তো রয়েছে। তবে কোচ রবি ফাউলার চেয়েছেন যাতে আমি ইস্টবেঙ্গলে থেকে যাই।“
সুতরাং স্বয়ং লিভারপুল কিংবদন্তী চান যাতে এই তরুণ বাঙালি মিডফিল্ডার থেকে যান এসসি ইস্টবেঙ্গলে। আর এর জেরে কার্যত পরিস্কার, আগামী মরশুমের জন্যও চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন কোচ রবি ফাউলার। আর তার জ্বলন্ত প্রমাণ হিসেবে উঠে এল সৌরভকে থাকার জন্য অনুরোধ করে।
এদিকে এত বড় ব্যক্তিত্ব হয়েও কোচ হিসেবে কেমন ছিলেন রবি ফাউলার, এই নিয়ে সৌরভ বলেছেন, “তিনি অত্যন্ত ডাউন টু আর্থ একজন ব্যক্তি। আমাদের সাথে খুব ভালোভাবে মিশেছেন। অনুশীলনের সময় আমাদের উৎসাহ যোগাতেন।“