ম্যানচেস্টার ইউনাইটেডের নয়া হেড কোচের পদে এগিয়ে পচেত্তিনো-রজার্স, পিএসজির নজরে জিদান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই ওলে গানার সোল্কজায়েরকে বরখাস্ত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই পরিস্থিতিতে মাইকেল ক্যারিক ও ড্যারেন ফ্লেচারকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে। তবে পূর্ণ সময়ের হেড কোচ নির্বাচনে একাধিক অপশনকে বেছে রাখছে ইউনাইটেড।
একাধিক রিপোর্ট অনুযায়ী, ম্যানচেস্টার ইউনাইটেডের হেড কোচ পদে আপাতত যে দুটি নাম এগিয়ে, তারা হল মউরিসিও পচেত্তিনো ও ব্রেন্ডন রজার্স। একাধিক ব্রিটিশ ও ফরাসি মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, মাঝ মরশুমে পিএসজি ছাড়তে চাইছেন পচেত্তিনো, এবং তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে আগ্রহী।
এদিকে ব্রিটিশ মিডিয়া দ্য সানের রিপোর্ট অনুযায়ী, লেস্টার সিটির বর্তমান কোচ ব্রেন্ডন রজার্সকে আনতে চাইছে ইউনাইটেড। এমনকি, ক্ষতিপূরণ হিসেবে ৮ মিলিয়ন পাউন্ড লেস্টার সিটিকে দিতে রাজি রেড ডেভিলস।
যদিও ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাথমিক পছন্দ ছিল কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। তবে আপাতত তার লক্ষ্য ফ্রান্স জাতীয় দল। তবে ফ্রান্সের দায়িত্ব নেওয়ার আগে তিনি সম্ভবত প্যারিস সেইন্ট জার্মেইনের দায়িত্ব নিতে পারেন।
লে প্যারিসিয়েনের রিপোর্ট অনুযায়ী, মউরিসিও পচেত্তিনো যদি পিএসজি ছাড়েন, তাহলে জিনেদিন জিদান হতে চলেছেন প্রথম পছন্দ। এমনকি, ক্লাবের কাতারি কর্নধারদের সাথে ঘনিষ্ট সম্পর্ক রয়েছে জিদানের।