আগুয়েরোর পরিবর্ত হিসেবে এফসি বার্সিলোনার স্ট্রাইকার সমস্যা মেটাতে চলেছেন এডিনসন কাভানি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সের্জিও আগুয়েরোর হঠাত অবসরের পর প্রশ্ন উঠেছে, এফসি বার্সিলোনার নতুন স্ট্রাইকার হিসেবে কে আসতে পারেন। এই পরিস্থিতিতে এবার বার্সিলোনার সেই সমস্যা মেটাতে হাজির হতে চলেছেন তারকা উরুগুয়ান ফরোয়ার্ড এডিনসন কাভানি।
স্প্যানিশ পত্রিকা মার্কার রিপোর্ট অনুযায়ী, ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এডিনসন কাভানিকে নিতে আগ্রহ দেখিয়েছে এফসি বার্সিলোনা। আগুয়েরোর অবসরের জেরে বেতন ক্যাপে অনেকটা জায়গা কমেছে বার্সিলোনার, আর এর জেরে কাভানিকে নিয়ে আসতে চাইছে বার্সা। যা খবর, ইতিমধ্যেই বার্সার প্রস্তাবে রাজিও হয়েছেন কাভানি।
তবে, বেশি সময়ের জন্য কাভানি আসতে চাইছেন না বার্সায়, এমনটাই রিপোর্টে জানা গিয়েছে। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কাভানি আসলে ৩০ জুন অবধিই চুক্তি করতে চাইছেন।
গত ২ নভেম্বর আটালান্টা ম্যাচে শেষবার রেড ডেভিলসের হয়ে নেমেছিলেন কাভানি। ৩০ অক্টোবর টটেনহ্যামের বিরুদ্ধে শেষ গোল করেছেন তিনি। যদিও কাভানির বিদায়ে ম্যানচেস্টার ইউনাইটেডের তেমন সমস্যা হবে না, যেহেতু তাদের মেসন গ্রিনউড, মার্কাস র্যাশফোর্ড ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রয়েছে। তবে সমর্থকদের কাছে বেশ জনপ্রিয় কাভানি।