রিপোর্ট : ম্যানচেস্টার সিটির তারকা উইঙ্গার রাহিম স্টার্লিংকে পেতে আগ্রহী এফসি বার্সিলোনা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ম্যানচেস্টার সিটির দুর্ধর্ষ ইংরেজ উইঙ্গার রাহিম স্টার্লিংয়ের প্রতি আগ্রহ দেখাল এফসি বার্সিলোনা। বিশিষ্ট ক্রীড়া মিডিয়া স্পোর্ট এর রিপোর্ট থেকে জানা গিয়েছে, ২৬ বছরের এই ফুটবলারকে পেতে উদ্যোগী হতে শুরু হয়েছে বার্সা ম্যানেজমেন্ট এবং এই কারণে একাধিক কাজ শুরু করেছে তারা।
যদিও আগুয়েরো ও এরিক গার্সিয়ার মত ফ্রিতে আসবেন না স্টার্লিং। ম্যান সিটির সাথে ২০২৩ অবধি চুক্তি রয়েছে স্টার্লিংয়ের, ফলে ট্রান্সফার ফি দিয়ে আনতে হবে এই তারকা ফুটবলারকে। এবং স্টার্লিংকে পেতে গেলে অন্তত ৯০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে এফসি বার্সিলোনাকে, এর সাথে রয়েছে আরও কিছু আনুষঙ্গিক অর্থ। যার জেরে ১১০ মিলিয়নেও চলে যেতে পারে এই খরচ।
আর আর্থিক দুরবস্থার মাঝে এফসি বার্সিলোনার পক্ষে খুবই কঠিন হবে এই ডিলে এগোনোর জন্য। যদিও দলের বোঝা কমাতে বেশ কিছু খেলোয়াড়কে ছেড়ে দিতে চলেছে বার্সিলোনা। এবং সেই খেলোয়াড়দের থেকে প্রাপ্ত অর্থ দিয়েই স্টার্লিংকে আনার পথে এগোতে পারে কিনা বার্সিলোনা, সেটি দেখার বিষয়।
চলতি মরশুমে বেশ ভালো ফর্মে রয়েছেন স্টার্লিং। এবারের মরশুমে সিটির হয়ে ৪৯টি ম্যাচ খেলেছেন তিনি, যেখানে ১৪টি গোল ও ১২টি অ্যাসিস্ট করেছেন ইংরেজ এই ফুটবলার। বর্তমানে ইংল্যান্ড দলের সাথে ইউরোর প্রস্তুতিতে রয়েছেন স্টার্লিং।