রিপোর্ট : দুই বছরের চুক্তিতে সের্জিও র্যামোসকে পেতে আগ্রহী ম্যানচেস্টার সিটি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রিয়াল মাদ্রিদে এই মুহুর্তে পরিবর্তনের হাওয়া স্পষ্ট। অব্যাহতি নিয়েছেন কোচ জিনেদিন জিদান, বেশ কিছু খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার ভাবনা রয়েছে রিয়ালের। এদিকে সব থেকে বড় ধাক্কা হিসেবে আসতে পারে অধিনায়ক সের্জিও র্যামোসের ক্লাব ছাড়া। জল্পনা বেশ জোরদার, চলতি মরশুম শেষে রিয়াল ছাড়ছেন র্যামোস।
জনপ্রিয় ক্রীড়া মিডিয়া ইএসপিএন এর রিপোর্ট অনুযায়ী, ম্যানচেস্টার সিটি আগ্রহী হয়েছে এই অভিজ্ঞ স্প্যানিশ ডিফেন্ডারকে নিতে। আগামী ৩০ জুন রিয়াল মাদ্রিদের হয়ে চুক্তি শেষ হচ্ছে র্যামোসের এবং এখনও অবধি চুক্তির নবীকরণ করা হয়নি। আর এই সুযোগকে কাজে লাগিয়ে এবার দাঁও মারতে চাইছে সিটি।
সিটির কোচ পেপ গুয়ারদিওলা র্যামোসের অধিনায়কত্ব ও ব্যক্তিত্বের বড় অনুরাগী এবং এমন একজন চ্যাম্পিয়ন ব্যক্তিত্ব দলের মনোভাবকে আরও বাড়িয়ে তুলবে। জানা গিয়েছে, দুই বছরের চুক্তিতে র্যামোসকে চাইছে ম্যান সিটি। আর এর সাথে তৃতীয় বছরের চুক্তিবৃদ্ধির অপশন রয়েছে, যেখানে পারফর্ম অনুযায়ী তিনি হয় ম্যান সিটিতে খেলবেন, নইলে মেজর লিগ সকারে সিটি গ্রুপের দল নিউ ইয়র্ক সিটি এফসিতে খেলতে পারেন।
গত শনিবার চ্যাম্পিয়নস লিগ ফাইনালে চেলসির কাছে হেরেছে ম্যানচেস্টার সিটি। যদিও তাদের দুই ডিফেন্ডার জন স্টোনস ও রুবেন ডিয়াস বেশ ভালো পারফর্ম করেছেন, গুয়ারদিওলা চাইবেন যেভাবে ভিনসেন্ট কোম্পানি সিটিকে এগিয়ে নিয়ে গিয়েছেন, সেভাবে র্যামোসও যেন দলকে এগিয়ে নিয়ে যান।
যদিও র্যামোসের রিয়াল মাদ্রিদে থেকে যাওয়ার সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আগামী কয়েক দিনের মধ্যে প্রেসিডেন্ট ফিওরেন্তিনো পেরেজের সাথে আলোচনায় বসবেন অধিনায়ক র্যামোস। তবে এই মরশুমটি র্যমোস ভুলে যেতে চাইবেন, তা নিশ্চিত।
চোট-আঘাতের জেরে সের্জিও র্যামোস মাত্র ১৫টি লা লিগা ম্যাচ খেলতে পেরেছেন। আর এর জেরে আসন্ন ইউরো ২০২০ তে তাকে স্প্যানিশ দলে নেননি কোচ লুই এনরিকে।