রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের যোগ্যতা অর্জন পর্বে আবার ডার্বি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ সম্প্রতি ঘোষিত হয়েছে ২০২৩ সালের রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ ২০২৩ এর পূর্ব অঞ্চলের যোগ্যতা অর্জন পর্বের দলগুলির নাম। পূর্ব জোনের আঞ্চলিক যোগ্যতা অর্জন পর্বের গ্রুপে রয়েছে বাংলার ৫টি দল, এর সাথে ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে রয়েছে একটি করে দল।
খবর অনুযায়ী, এই গ্রুপে রয়েছে বাংলার তিন বড় দল। অর্থাৎ আরও একবার ডার্বির স্বাদ পেতে চলেছে বাংলার ফুটবল ভক্তরা। এই গ্রুপে রয়েছে এটিকে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং ক্লাব, জামশেদপুর এফসি, নিউ আলিপুর সুরুচি সংঘ, ওড়িশা এফসি এবং ইউনাইটেড স্পোর্টস ক্লাব।
ডেভেলপমেন্ট লিগের দ্বিতীয় মরশুম মোট ৫০ টি দল নিয়ে শুরু হয়। দেশের মোট ৯টি অঞ্চলের দল নিয়ে অনুর্ধ্ব ২১ যুব টুর্নামেন্টটি সম্পূর্ণ হবে। সেখান থেকে শ্রেষ্ঠ ৪ টি দল, প্রিমিয়ার লিগ ও দক্ষিণ আফ্রিকার যুব দলগুলির সাথে বার্ষিক প্রিমিয়ার লিগ পরবর্তী জেনারেশনে খেলার সুযোগ পাবে।