রাফায়েল ভারানের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের প্রস্তাবের অপেক্ষা করছে রিয়াল মাদ্রিদ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : যা সম্ভাবনা, তাতে রিয়াল মাদ্রিদে থাকছেন না তারকা ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারানে। এবং জোর আলোচনা চলছে, ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে রয়েছে বিশ্বকাপজয়ী এই ফুটবলারকে পেতে।
যদিও ২০২২ অবধি রিয়ালের সাথে চুক্তিবদ্ধ রয়েছেন ভারানে, কিন্তু ২৮ বছরের এই ফুটবলার থাকতে চাইছেন না মাদ্রিদে। বেশি বেতন চাওয়ার প্রত্যাশায় রয়েছেন ভারানে, এদিকে সেই প্রত্যাশিত পরিমাণ না বাড়ানোর দিকে রিয়াল। এদিকে নয়া চ্যালেঞ্জের খোঁজে রয়েছেন ভারানে। যার ফলে চুক্তিবৃদ্ধির কেবল একটিই প্রস্তাব দেওয়া হয়েছে ভারানেকে।
একাধিক রিপোর্ট অনুযায়ী, এই পরিস্থিতিতে রিয়াল অপেক্ষা করছে ম্যানচেস্টার ইউনাইটেডের অফারের জন্য। রিয়াল চাইছে ৮০ মিলিয়ন ডলার, যেখানে ম্যানচেস্টার ইউনাইটেড ৭০ মিলিয়ন ডলার দিতে আগ্রহী। আগামী কয়েক দিনের মধ্যে সরকারিভাবে নিজেদের প্রস্তাব পেশ করবে ইউনাইটেড, যা ৭০-৭৫ মিলিয়ন ডলারের কাছাকাছি হবে।