ট্রফিহীন মরশুমের অভিশাপ কাটাতে এই বড় পরিবর্তন আসতে চলেছে রিয়াল মাদ্রিদে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দীর্ঘ ১১ বছর পর খেতাবহীন মরশুম কাটাতে হল রিয়াল মাদ্রিদকে। ২০০৯-১০ সালে ম্যানুয়েল পেলিগ্রিনির অধীনে শেষবার এই অবস্থা হয়েছিল রিয়ালের। আর সেই বছরে যেমন সিস্টেমের পরিবর্তে লেগে পড়েছিলেন প্রেসিডেন্ট ফিওরেন্তিনো পেরেজ, এবারেও সেই একই কাজে লাগলেন বিশ্ব ফুটবলের ধুরন্ধর এই ব্যক্তিত্ব।
অভিজ্ঞ স্পোর্টিং ডিরেক্টর লুই ক্যাম্পোসকে আনার ক্ষেত্রে অনেকটাই এগিয়েছে রিয়াল। চলতি মরশুমে তিনি ফরাসি দল লিলের স্পোর্টিং ডিরেক্টর ছিলেন, যারা পিএসজির মত হেভিওয়েট দলকে পরাস্ত করে ফরাসি লিগ জিতেছে। আর এবার বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ক্লাবে যোগ দিতে চলেছেন এই অভিজ্ঞ ফুটবল বিশেষজ্ঞ।
এর আগে রিয়াল মাদ্রিদে জোসে মোরিনহোর অধীনে স্কাউটিং ও ট্যাকটিকাল অ্যানালিস্টের কাজ করেছেন ক্যাম্পোস। আর ফের লস ব্ল্যাঙ্কোসে ফিরতে চলেছেন তিনি। জানা গিয়েছে, গত দুই মাস ধরে ক্যাম্পোসের সাথে আলোচনা সারছে রিয়াল।
পর্তুগিজ এই ফুটবল বিশেষজ্ঞের সাথে প্রেসিডেন্ট ফিওরেন্তিনো পেরেজ ও ডিরেক্টর জোসে স্যাঞ্জেজের প্রায় এক দশক ধরে ভালো সম্পর্ক রয়েছে। আর সেই সম্পর্কের ভিত্তিতে রিয়ালে আসতে চলেছেন ক্যাম্পোস। জানা গিয়েছে, ক্যাম্পোস দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে রেখেছেন রিয়ালের জন্য।
তবে লুই ক্যাম্পোসকে নিযুক্ত করে রিয়াল মাদ্রিদ পরোক্ষভাবে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে আসার পরিকল্পনা করছে। লুই ক্যাম্পোসের সাথে ফরাসি এই সুপারস্টারের সম্পর্ক মোনাকোর সময় থেকে। ২০১৭ সালে ফরাসি লিগ ও কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ সেমি ফাইনালে উঠেছিল যে মোনাকো দল, তার দায়িত্বে ছিলেন ক্যাম্পোস এবং সেই দলে ছিলেন তরুণ এমবাপ্পে। সেই সময় থেকে এমবাপ্পের সাথে সম্পর্ক রেখে এসেছেন ক্যাম্পোস। ফলে রিয়াল আশা করছে, সেই সম্পর্কের ভিত্তিতে এমবাপ্পেকে ক্লাবে আনা যায় কিনা।