নয়া ‘মদ্রিচ’ হিসেবে এই তারকা মিডফিল্ডারকে নিতে চাইছে রিয়াল মাদ্রিদ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে লা লিগায় তৃতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ, আর আগামী মরশুমে বেশ বড়সড় দল বানাতে মরিয়া ম্যানেজমেন্ট। বর্তমানে পৃথিবীর অন্যতম সেরা মিডফিল্ড রয়েছে রিয়ালের। টনি ক্রুস–লুকা মদ্রিচ-ক্যাসেমিরোর ত্রয়ীতে এত দিন সাফল্য দেখে এসেছে রিয়াল। কিন্তু ব্যালন ডি অর জয়ী মিডফিল্ডার লুকা মদ্রিচের বয়স বাড়ছে, আর সেই কারণে বদলির খোঁজ শুরু করে দিয়েছে রিয়াল মাদ্রিদ।
আর সেই বদলির তালিকায় প্রথম পছন্দ হিসেবে রয়েছে দুরন্ত মিডফিল্ডার সের্গেই মিলিঙ্কোভিচ-স্যাভিচ। স্প্যানিশ মিডিয়া ডন ব্যালনের রিপোর্ট অনুযায়ী, লাজিওর ২৬ বছরের এই মিডফিল্ডারকে পেতে চাইছে রিয়াল মাদ্রিদ।
দীর্ঘদিন ধরেই ক্লাবের সাথে রয়েছেন এই মিডফিল্ডার এবং আগামী মরশুমে বড় সাফল্য পেতে হেভিওয়েট কোনও ক্লাবে যেতে চাইছেন স্যাভিচ। ম্যানচেস্টার ইউনাইটেড সহ বেশ কিছু ক্লাব তাঁকে পেতে চাইছে, এবার মিলিঙ্কোভিচ-স্যাভিচের দিকে হাত বাড়াল রিয়াল।
এদিকে রিয়াল মাদ্রিদে আসা নিয়েও বেশ ভালো মন্তব্য করেছিলেন সার্বিয়ান এই মিডিও। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের সাথে ম্যাচের আগে মিলিঙ্কোভিচ-স্যাভিচ বলেছিলেন, “ছোটবেলা থেকেই রিয়াল মাদ্রিদে খেলার বিষয়ে স্বপ্ন দেখে এসেছি। এটি আমার কেরিয়ারের সব থেকে বড় লক্ষ্য এবং আমি সর্বতোভাবে চেষ্টা করব এটি অর্জন করার জন্য।“
এই মুহুর্তে লুকা মদ্রিচের বয়স ৩৫, ফলে শারীরিক শক্তি ও ক্ষিপ্রতা ক্রমশই কমে আসছে এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডারের। ফলে আগামী জেনারেশনের জন্য দল তৈরি করতে চাইছেন প্রেসিডেন্ট ফিওরেন্তিনো পেরেজ।