রোনাল্ডোর পর এই দুই রিয়াল মাদ্রিদ তারকাকেও আনতে চায় আল নাসের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ গত বছরের একদম শেষে এসে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বিশাল পরিমান অর্থের বিনিময় কিনে সকলকে চমকে দিয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসের। তবে এখানেই থেমে থাকতে নারাজ সৌদির এই ফুটবল ক্লাব।
বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, নতুন বছরের শুরুতেই আল নাসের, তাদের দলে আনতে চায় আরও দুই রিয়াল মাদ্রিদ কিংবদন্তী ফুটবলারকে। এর মধ্যে একজন সম্প্রতি মাদ্রিদ ছেড়ে পারি দিয়েছেন ফ্রান্সে, আরেকজন এখনও খেলছেন মাদ্রিদের সাদা জার্সি পরেই।
আল নাসেরের নতুন দুই টার্গেটের মধ্যে একজন হলেন প্রাক্তন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার সার্জিও রামোস। যিনি এই মুহূর্তে খেলছেন ফ্রান্সের সবচেয়ে বড় দল পিএসজির হয়ে। তাঁকে ২০২৩ এর গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে আনতে চায় আল নাসের।
রামোস ছাড়াও আল নাসের চাইছে মাদ্রিদের বর্তমান দলের প্রধান কারিগর লুকা মড্রিচকে। ৩৭ বছর বয়সী লুকা ২০২২ বিশ্বকাপেও অসাধারণ ফুটবল খেলে তাঁর দেশ ক্রোয়েশিয়াকে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে যান।
তবে খবর অনুযায়ী, মড্রিচ রিয়াল মাদ্রিদের হয়েই খেলতে চান। বড় অর্থের অফার থাকলেও তিনি ইউরোপেই খেলতে চান।
আল নাসের এশিয়ার রিয়াল মাদ্রিদ হোয়ার চেষ্টায় রয়েছে এমনটাই শোনা যাচ্ছে ফুটবলের বিভিন্ন মহলে। তাঁর জন্যই বিশ্বের তাবড় তাবড় ফুটবলারকে তারা পৌছে যাচ্ছে লোভনীয় অফার নিয়ে।