'লা দেসিমা'র গুরু আনসেলোত্তিকে ফিরিয়ে আনার ভাবনায় রয়েছে রিয়াল মাদ্রিদ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মরশুম শেষে রিয়াল মাদ্রিদ থেকে অব্যাহতি নিয়েছিলেন কোচ জিনেদিন জিদান, এদিকে রিয়ালের জন্য অপেক্ষা করতে করতে শেষে জুভেন্টাসের দায়িত্ব নেন ম্যাক্স আলেগ্রি। এর জেরে নতুন করে কোচের খোঁজে লেগে পড়েছে লস ব্ল্যাঙ্কোস। এবার পুরোনো গুরু কার্লো আনসেলোত্তিকে আনার ভাবনায় রয়েছে রিয়াল।
জনপ্রিয় ইতালীয় পত্রিকা কাদেনার রিপোর্ট অনুযায়ী, চার দিন আগে আনসেলোত্তির সাথে যোগাযোগ করেছিলেন রিয়াল মাদ্রিদ কর্তারা। যদিও সেই বার্তায় এখনও কোনও নিশ্চয়তা আসেনি। কিন্তু রিয়াল মাদ্রিদ আনসেলোত্তিকে ফিরিয়ে আনতে আগ্রহী, সেটি নিশ্চিত। এদিকে একাধিক ইংরেজ মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, রিয়ালের আগ্রহকে বুঝতে আনসেলোত্তির বর্তমান ক্লাব এভার্টন ইতিমধ্যেই পরিবর্ত খোঁজা শুরু করেছে।
এদিকে আনসেলোত্তি ছাড়াও রিয়াল ম্যানেজমেন্টের মাথায় রয়েছেন সদ্য সিরি আ জয়ী কোচ আন্তোনিও কন্তে। কয়েক দিন আগে ইন্টার মিলান থেকে বিদায় নেওয়ার পর বর্তমানে বেকারই আছেন কন্তে। এছাড়া রিয়াল মাদ্রিদ কিংবদন্তী রাউলকেও মাথায় রেখেছে রিয়াল।
২০১৩-১৫ অবধি রিয়াল মাদ্রিদের দায়িত্ব পালন করেছিলেন আনসেলোত্তি। আর ২০১৪ সালে বহু কাঙ্খিত 'লা দেসিমা' অর্থাৎ রিয়াল মাদ্রিদের দশম ইউরোপিয়ান কাপ জিতিয়েছিলেন আনসেলোত্তি। সেই সময় তার ডেপুটি হিসেবে ছিলেন জিনেদিন জিদাম যিনি পরবর্তীকালে চ্যাম্পিয়নস লিগ জয়ের হ্যাটট্রিক সম্পন্ন করেছিলেন। এদিকে আনসেলোত্তি রিয়ালের হয়ে কোপা ডেল রে, ইউরোপিয়ান সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতেছিলেন।