কিলিয়ান এমবাপ্পেকে পেতে অবশেষে এগিয়ে এল রিয়াল মাদ্রিদ, দিল এই বিপুল অর্থের প্রস্তাব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ৩১ আগস্টে আন্তর্জাতিক দলবদলের মরশুম শেষ হতে চলেছে। আর এই পরিস্থিতিতে সকলের মনে একটাই প্রশ্ন, কিলিয়ান এমবাপ্পে কি থাকতে চলেছেন পিএসজিতে? লিওনেল মেসির আগমণের পর থেকেও এমবাপ্পের ক্লাব ছাড়াটা আরও জোরালো হয়েছে, যেখানে পিএসজি ছয়বার চুক্তিবৃদ্ধির প্রস্তাব দিলেও তা নাকচ করেছে ফরাসি সুপারস্টার।
এমবাপ্পের নজর একটি ক্লাবেই, আর তা হল রিয়াল মাদ্রিদ। স্বপ্নের ক্লাব রিয়ালে যেতে চান এমবাপ্পে, আবার এই তরুণ ফুটবলারকে পেতেও আগ্রহী রিয়াল। ফলে এবার শেষ মুহুর্তে পিএসজিকে প্রস্তাব দিয়েই ফেলল রিয়াল মাদ্রিদ। একাধিক রিপোর্ট অনুযায়ী, ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়া হয়েছে প্যারিস সেইন্ট জার্মেইনকে।
কিন্তু পিএসজি কোনওভাবেই এমবাপ্পেকে ছাড়তে রাজি নয়, আবার পরের মরশুমেই চুক্তি শেষ হওয়ার জেরে ফ্রি এজেন্ট হিসেবে ছাড়বেন এমবাপ্পে, যার ফলে বিপুল অর্থ পাওয়া থেকে বঞ্চিত থাকবে পিএসজি। কিন্তু একাধিক রিপোর্ট থেকে পাওয়া খবর অনুযায়ী, রিয়াল মাদ্রিদের প্রাথমিক প্রস্তাব নাকচ করেছে পিএসজি।
এমন খবর আসছে, পিএসজি অন্ততপক্ষে ২০০ মিলিয়ন ইউরো চাইছে এমবাপ্পের জন্য, কিন্তু এত বিশাল পরিমাণ অর্থ কি রিয়ালের পক্ষে দেওয়া সম্ভব হবে, যারা গত কয়েক মরশুমে ইডেন হ্যাজার্ড ও ডেভিড আলাবা ছাড়া তেমন কোনও বড় সাইনিং করেনি।