রিয়াল মাদ্রিদ কখনও মরে না! সিটিকে হারিয়ে বার্তা কার্লো আনসেলোত্তির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটিকে পেনাল্টি শুটআউটে হারিয়ে সেমি ফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ। শুরুতে রড্রিগোর গোলে এগিয়ে যায় রিয়াল, কিন্তু দ্বিতীয়ার্ধে কেভিন ডি ব্রুইনের গোলে সমতায় ফেরে সিটি। শেষ অবধি দুই লেগ মিলিয়ে ৪-৪ গোলে সমতায় থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, কিন্তু তাতেও গোল না আসায় টাইব্রেকারে যায় ম্যাচটি। সেখানে জিতে যায় মাদ্রিদ।
আর এই রুদ্ধশ্বাস ম্যাচের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত রিয়াল কোচ কার্লো আনসেলোত্তি। ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আনসেলোত্তি বলেছেন, "আপনি এর ব্যাখ্যা দিতে পারবেন না। আমরা ভালো শুরু করেছিলাম, এগিয়েও গিয়েছিলাম আর তারপর ডিফেন্ড করতে শুরু করি। আমরা ভেবেছিলাম আমরা আলাদা ভাবে খেলব, কিন্তু আমরা যখন এগিয়ে যাই, আমরা বড্ড বেশি রক্ষণাত্মক হয়ে যাই। আর সিটির কাছে নিয়ন্ত্রণ বেশি ছিল। আমার মনে হয় আমরা খুব ভালো ডিফেন্ডিং করেছি।"
শেষে কার্লো বলেছেন, "প্রত্যেকে ভেবেছিল আমরা শেষ হয়ে গিয়েছি, কিন্তু কেউ এমনটা ভাবতে পারে না। রিয়াল মাদ্রিদ কখনও মরে না।"
এই জয়ের ফলে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমি ফাইনালে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। নিজেদের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আর্সেনালকে ১-০ গোলে হারায় বায়ার্ন।