এমবাপ্পের পিছনে আর সময় নষ্ট করবে না রিয়াল মাদ্রিদ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ কাতার বিশ্বকাপ শেষ হয়েছে এক মাস হয়ে গেছে। লিওনেল মেসির আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে এমবাপ্পের ফ্রান্সকে পেনাল্টি শুটআউটে হারিয়ে ফুটবল বিশ্বকাপ নিজেদের করে নেয়। পর পর দুটি বিশ্বকাপ জয়ের খুব কাছে এসেও রানার্স আপ হয়ে ফেরার পর এমবাপ্পে তার ক্লাব পিএসজির হয়েও নিজের দুর্দান্ত ফর্ম বজায় রাখেন।
পিএসজিকে গোল করে জেতালেও এমবাপ্পের সাথে পিএসজি বোর্ডের ঝামেলা গোটা বিশ্বের সামনে চলে আসছে বারংবার। এবং এর পরেই এমবাপ্পের পিএসজি ছাড়ার গুঞ্জন আরও একবার শুরু হয়।
গত মরশুমে এমবাপ্পে স্প্যানিশ জায়েন্ট রিয়াল মাদ্রিদে যোগ দেবেন তা একপ্রকার প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু দীর্ঘদিন রিয়ালকে অপেক্ষা করিয়ে শেষ মুহূর্তে এমবাপ্পে রিয়ালে যোগ না দিয়ে থেকে যান প্যারিসের ক্লাবেই।
আর এর পরেই রিয়াল মাদ্রিদ ভক্তদের কাছে ভিলেন হয়ে যান কিলিয়ান এমবাপ্পে। শুধু সমর্থক নন রিয়াল ম্যানেজমেন্টও বেজায় চটে যান কিলিয়ানের এমন ব্যবহারে।
সেই ঘটনার প্রায় এক বছর পেরিয়ে গেলেও এমবাপ্পের প্রতি ছিটেফোঁটা রাগ কমেনি রিয়াল মাদ্রিদের। সম্প্রতি এমবাপ্পের পিএসজি ছাড়ার গুজব ছড়াতেই ফুটবল মহল মনে করেছিল যে এবার কিলিয়ান যাবেন মাদ্রিদেই। কিন্তু রিয়াল মাদ্রিদের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে এমবাপ্পের জন্য ক্লাবের দরজা বন্ধ। এমবাপ্পের সাথে পিএসজির এমন নাট্যকর পরিস্থিতির জন্য রিয়াল মাদ্রিদ তাদের মূল্যবান সময় নষ্ট করবে না।
এর পাশাপাশি জানা গেছে যে, এমবাপ্পের প্রতিভার কথা মাথায় রেখেও রিয়াল মাদ্রিদ বোর্ড মনে করে যে তাদের ভবিষ্যতের নেতা হবেন ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়ার। ভিনিসিয়াসের জন্য মাদ্রিদের চোখ ধাঁধানো নতুন চুক্তি তার অন্যতম প্রমাণ।
খবর অনুযায়ী, মাদ্রিদ বোর্ড এমবাপ্পের বর্তমান পরিস্থিতির ব্যাপারে ওয়াকিবহাল। তার কারণে পিএসজির ড্রেসিংরুমের যা পরিস্থিতি সেই একই পরিস্থিতি চান না ১৪ বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল।
যদিও ভবিষ্যতে এমবাপ্পেকে মাদ্রিদের সাদা জার্সি গায়ে দেখা যাবেনা এমনটাও ঘোষণা করেনি রিয়াল। তবে গতবারের মতো একই ভুল তারা দ্বিতীয় বার করবে না তা পরিষ্কার।
স্প্যানিশ মিডিয়া মার্কার খবর অনুযায়ী, রিয়াল এমবাপের ব্যাপারে তখনই ভাববে যখন পিএসজি এমবাপ্পের সঠিক দাম ঠিক করবে এবং এমবাপ্পে সম্পুর্ণ রূপে পিএসজি ক্লাব ছাড়তে প্রস্তুত থাকবে।