দলবদলে জ্যাকপট ম্যানচেস্টার ইউনাইটেডের, সই করতে চলেছেন রাফায়েল ভারানে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : জ্যাডন স্যাঞ্চোর পর আবারও সুপারস্টার সাইনিং করতে চলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রিয়াল মাদ্রিদের তারকা ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারানে সই করতে চলেছেন রেড ডেভিলসদের হয়ে।
জানা গিয়েছে, ব্যক্তিগত শর্তে রাজি দুই পক্ষই। ৪১ মিলিয়ন পাউন্ড সহ আরও কিছু অ্যাড অন অর্থে চার বছরের চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেডে সই করবেন ভারানে, যেখানে আরও এক বছর চুক্তিবৃদ্ধির অপশন রয়েছে। খুব শীঘ্রই ম্যানচেস্টার এসে নিজের মেডিকেল টেস্ট সম্পন্ন করবেন ভারানে। তারপরেই আনুষ্ঠানিক ঘোষণা হবে।
৪১ মিলিয়ন পাউন্ডে রাফায়েল ভারানের মত এমন তারকা ডিফেন্ডারকে পাওয়া নিঃসন্দেহে জ্যাকপট ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে। বর্তমানে বিশ্বের অন্যতম বড় ডিফেন্ডার হিসেবে বিবেচিত ভারানে। সের্জিও র্যামোসের পাশে দীর্ঘদিন রিয়ালের ডিফেন্স সামলেছেন, ফ্রান্সের হয়ে জিতেছেন বিশ্বকাপও। ফলে নিঃসন্দেহে এটি একটি বড় সাইনিং ইউনাইটেডের জন্য।