সমর্থকদের মাঝে নয়া খেলোয়াড় হিসেবে রাফায়েল ভারানেকে উন্মোচিত করল ম্যানচেস্টার ইউনাইটেড

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অবশেষে ঘোষণা করেই ফেলল ম্যানচেস্টার ইউনাইটেড। রিয়াল মাদ্রিদ থেকে রাফায়েল ভারানেকে সই করে আনল রেড ডেভিলসরা। এবং ফরাসি এই ডিফেন্ডারকে দারুণভাবে স্বাগত জানাল ইউনাইটেড।
শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিরুদ্ধে নিজেদের উদ্বোধনী ম্যাচে নেমেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর হাজারো সমর্থকদের সামনে রাফায়েল ভারানেকে এক রেড ডেভিলস খেলোয়াড় হিসেবে উন্মোচন করা হল। ১৯ নম্বর জার্সি নিয়ে সমর্থকদের সামনে হাজির হন ভারানে।
৩৪ মিলিয়ন পাউন্ড সহ অন্যান্য খরচে চার বছরের চুক্তিতে এই তারকা ডিফেন্ডারকে রিয়াল মাদ্রিদ থেকে সই করাল ম্যানচেস্টার ইউনাইটেড। ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন ভারানে। দীর্ঘ সময়ে রিয়াল মাদ্রিদের রক্ষণের বড় স্তম্ভ ছিলেন তিনি। এবার ইউনাইটেডের ডিফেন্স সামলাতে হাজির ভারানে।