পেশাদারি ফুটবলকে বিদায় জানালেন র্যান্টি মার্টিন্স!

নিজস্ব প্রতিনিধি: বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন পাঁচ বারের আই লিগ জয়ী বিদেশি ফুটবলার র্যান্টি মার্টিন্স। ২০১৮ সালের পর থেকে আর কোনও পেশাদার ফুটবলে খেলেননি তিনি। ডেম্পো ও ইস্টবেঙ্গল খেলা এই প্রাক্তন নাইজেরিয়ান স্ট্রাইকার শেষ খেলেছিলেন আমেরিকার এসজিএফসি মেরিল্যান্ড ক্লাবে।
এখন তিনি আমেরিকা ও নাইজেরিয়ায় রিয়েল এস্টেটের ব্যবসা ছাড়াও ফুটবল এজেন্ট হিসাবেও কাজ করেন। আর নিয়মিত শরীর চর্চার জন্য অ্যামেচার ক্লাব আটলান্টায় খেলেন।
তাঁর সেরা সময় ভারতীয় ফুটবলে কাটালেও, খুব একটা ভারতীয় ফুটবলের সঙ্গে যোগাযোগ রাখেন না নাইজেরিয়ান গোল মেশিন। কিন্তু তাঁর অগনিত সমর্থক আছেন ভারতে। যারা এখনও হয়ত যোগাযোগ রাখেন তাঁর সঙ্গে।
জাতীয় লিগ ও আই লিগ মিলিয়ে ২১৪ গোল করেছেন র্যান্টি মার্টিন্স। আই লিগ ইতিহাসে প্রচুর গোলের রেকর্ড রয়েছেও তাঁর ঝুলিতে। যা হয়ত আর কেউ ভাঙতেও পারবে না। অথচ রেকর্ড তৈরি হয় ভাঙার জন্যই।